Advertisment

Durga Puja 2024: প্লাস্টিক বর্জন-অরণ্য বাঁচানোর ব্যতিক্রমী বার্তা! তাকলাগানো অভিনবত্বের ছোঁয়া এপুজোয়

Durga Puja 2024: দুর্গাপুজো জমজমাট। শহর থেকে জেলা, শারদোৎসবের আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। তাকলাগানো সব পুজোর আয়োজন দিকে-দিকে।

author-image
Debanjana Maity
New Update
Durga Puja 2024, Purba Medinipur, Nandakumar, Durga Puja, দুর্গাপুজো ২০২৪, পূর্ব মেদিনীপুর, নন্দকুমার

মণ্ডপসজ্জা ও প্রতিমা তৈরিতে অপূর্ব ভাবনা। ছবি: দেবাঞ্জনা মাইতি।

Durga Puja 2024: জমজমাট দুর্গাপুজো (Durga Puja)। রোদ ঝলমলে আকাশে চুটিয়ে দুগ্গা-দর্শন। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বিগ বাজেটের সব বড় বড় পুজো হয় প্রতিবারই। এবারও তার কোনও রকম অন্যথা হয়নি। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ফাটাফাটি সব দুর্গাপুজোর আয়োজন হয়।

Advertisment

এবছর পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের চুনাখালি উই আর কোরাস ক্লাব দুর্গাপুজোয় দর্শনার্থীদের দারুণ একটি থিমের পূজা উপহার দিয়েছে। পঞ্চমীর আগে থেকেই এই দুর্গামণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। সময় যত এগিয়েছে ক্রমেই বেড়েছে সেই ভিড়। ষষ্ঠীর দিন কাতারে কাতারে মানুষের ঢল নেমেছিল এই দুর্গাপুজোয়।

উৎসবের বাকি দিনগুলিতে এই ভিড় আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। চুনাখালির এই ক্লাবের এবারের ভাবনা, মাটির পাত্রের ব্যবহার বাড়ানো ও অরণ্যকে ফিরিয়ে আনার বার্তা। পুজোমণ্ডপ জুড়ে মাটির তৈরি নানা জিনিসপত্রের অপরূপ সব সমাহার। প্রায় দেড় লক্ষ্য মাটির চায়ের ভাঁড় দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। সেই সঙ্গে মানব জীবনে বন-জঙ্গলের গুরুত্ব বোঝাতে 'দাও ফিরিয়ে সে অরণ্য' থিমের মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপশয্যার ছত্রে ছত্রে প্রকৃতি বাঁচানোর বার্তা দিয়েছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন- Durga Puja 2024: দুর্গামণ্ডপেই 'ছাতনাতলা', মা দুর্গাকে সাক্ষী রেখে মালাবদল! 'সেরার সেরা' চমক এই পুজোয়

আরও পড়ুন- West Bengal Weather Update: সপ্তমীর বিকেল থেকেই আবহাওয়ায় বিরাট বদল? ঝেঁপে বৃষ্টি? জানুন একেবারে লেটেস্ট আপডেট

আরও পড়ুন- Durga Puja 2024: পুজোর উদ্বোধনে বেনজির উদ্যোগ! অজ-গাঁয়ের এই দুর্গাপুজো সূচনার গল্পটা অবাক করবেই

পঞ্চমী থেকেই নন্দকুমারের পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। উৎসবের বাকি দিনগুলিতেও সেই ভিড় আরও বাড়বে বলেই আশা করছেন উদ্যোক্তারা। বর্তমান সময়ে হারিয়ে যাচ্ছে মাটির জিনিসের ব্যবহার। ক্রমেই সঙ্কুচিত হচ্ছে অরণ্য। মাটির পাত্রের ব্যবহার বাড়াতে এবং অরণ্যকে ফিরিয়ে আনতে নন্দকুমার চুনাখালির এই ক্লাবের পুজো এবার জেলাজুড়ে দারুণ চর্চায়।

West Bengal Purba Medinipur Durga Puja
Advertisment