Abhishek Banerjee:'যারা বলতো বাংলায় পুজো হয় না, তারাই আজ পুজোর উদ্বোধনে', শাহকে খোঁচা অভিষেকের

Amit Shah Kolkata: চতুর্থীতে কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah Kolkata: চতুর্থীতে কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Vidyasagar Jayanti,  Amit Shah Kolkata,  Abhishek Banerjee speech,  Vidyasagar statue vandalism,  BJP vs TMC Bengal  ,Vidyasagar College Kolkata  ,Santosh Mitra Square Durga Puja,  Bengal 2 lakh crore funds,  Sonar Bangla debate  ,Durga Puja politics,বিদ্যাসাগরের জন্মদিন  ,অমিত শাহ  ,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,বিদ্যাসাগরের মূর্তি ভাঙা  ,বিজেপি বনাম তৃণমূল,  কলকাতা বিদ্যাসাগর কলেজ,  সন্তোষ মিত্র স্কোয়ার পুজো  ,বাংলার ২ লক্ষ কোটি টাকা,  সোনার বাংলা বিতর্ক,  দুর্গাপুজো রাজনীতি

Abhishek Banerjee & Amit Shah: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর জন্মদিনে শুক্রবার কলকাতার বিদ্যাসাগর কলেজে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

তিনি বলেন, “অমিত শাহের নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সেদিন জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছিল বাংলার কলেজ চত্বর। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে তাঁর ক্ষমা চাওয়া উচিত। যারা বলতো বাংলায় পুজো হয় না, তারাই আজ এসে পুজোর উদ্বোধন করছেন—এ একেবারেই পরস্পরবিরোধী।”

অভিষেক আরও প্রশ্ন তোলেন, “বাংলার দুই লক্ষ কোটি টাকা কবে ছাড়বে কেন্দ্র? যদি কলকাতা সত্যিই জলে ডুবে থাকত, তবে অমিত শাহ কীভাবে ঘুরে বেড়ালেন? বাংলার নাম নিলেই বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হয়। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। সোনার মধ্যপ্রদেশ, সোনার অসম, সোনার ওড়িশা, সোনার বিহার, সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন?”

Advertisment

আরও পড়ুন- Mysterious death:এযেন বোধনের আগেই বিসর্জন! মা ও তিন মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর এলাকা

তিনি অভিযোগ করেন, বহিরাগতদের হাতেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। অভিষেকের বক্তব্য, “বাংলার মনীষীদের অপমান করা হয়েছে। যারা মূর্তি ভেঙেছিল, বাংলার মানুষ তাদের জবাব দিয়েছে। অথচ সেই দোষীদের অনেকেই এখনও বিজেপির সঙ্গে যুক্ত। বাংলার সেতুকে বিজ্ঞাপনে ব্যবহার করে উত্তরপ্রদেশ, এটাই বাংলা-বিরোধী মানসিকতার প্রমাণ।”

আরও পড়ুন-West Bengal news live Updates:চতুর্থীর সকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু, হাসপাতালে হাহাকার!

এদিকে, কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনে এসে অমিত শাহ বলেন, “দুর্গাপুজো আজ আর শুধু বাংলার নয়, এটি সারা বিশ্বের উৎসব। গোটা বিশ্ব বাংলার এই মহান ঐতিহ্যকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। নয় দিন ধরে বাংলা শক্তির পূজা করে নিজেকে সমর্পণ করে। এই দিনগুলি বাংলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর বাংলায় এমন সরকার আসুক, যারা সোনার বাংলা গড়ে তুলবে। কবিগুরুর কল্পনার বাংলাকে আমরা ফের প্রতিষ্ঠা করতে চাই।”

আরও পড়ুন-Durga Puja 2025: প্রাণের উৎসবের রঙে রঙিন বারুইপুর! তাকলাগানো থিমে কলকাতাকেও ছাপিয়ে যাওয়ার দুরন্ত প্রয়াস!

amit shah abhishek banerjee Durga Puja 2025