/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhi-2025-09-26-14-40-22.jpg)
Abhishek Banerjee & Amit Shah: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর জন্মদিনে শুক্রবার কলকাতার বিদ্যাসাগর কলেজে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “অমিত শাহের নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সেদিন জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছিল বাংলার কলেজ চত্বর। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে তাঁর ক্ষমা চাওয়া উচিত। যারা বলতো বাংলায় পুজো হয় না, তারাই আজ এসে পুজোর উদ্বোধন করছেন—এ একেবারেই পরস্পরবিরোধী।”
অভিষেক আরও প্রশ্ন তোলেন, “বাংলার দুই লক্ষ কোটি টাকা কবে ছাড়বে কেন্দ্র? যদি কলকাতা সত্যিই জলে ডুবে থাকত, তবে অমিত শাহ কীভাবে ঘুরে বেড়ালেন? বাংলার নাম নিলেই বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হয়। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। সোনার মধ্যপ্রদেশ, সোনার অসম, সোনার ওড়িশা, সোনার বিহার, সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন?”
আরও পড়ুন- Mysterious death:এযেন বোধনের আগেই বিসর্জন! মা ও তিন মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর এলাকা
তিনি অভিযোগ করেন, বহিরাগতদের হাতেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। অভিষেকের বক্তব্য, “বাংলার মনীষীদের অপমান করা হয়েছে। যারা মূর্তি ভেঙেছিল, বাংলার মানুষ তাদের জবাব দিয়েছে। অথচ সেই দোষীদের অনেকেই এখনও বিজেপির সঙ্গে যুক্ত। বাংলার সেতুকে বিজ্ঞাপনে ব্যবহার করে উত্তরপ্রদেশ, এটাই বাংলা-বিরোধী মানসিকতার প্রমাণ।”
এদিকে, কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনে এসে অমিত শাহ বলেন, “দুর্গাপুজো আজ আর শুধু বাংলার নয়, এটি সারা বিশ্বের উৎসব। গোটা বিশ্ব বাংলার এই মহান ঐতিহ্যকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। নয় দিন ধরে বাংলা শক্তির পূজা করে নিজেকে সমর্পণ করে। এই দিনগুলি বাংলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর বাংলায় এমন সরকার আসুক, যারা সোনার বাংলা গড়ে তুলবে। কবিগুরুর কল্পনার বাংলাকে আমরা ফের প্রতিষ্ঠা করতে চাই।”