Kolkata Police: আরজি কর কাণ্ড (RG Kar Incident) থেকে শিক্ষা। এবার শহর কলকাতার সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজারের তরফে ওই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত এখন দারুণ চর্চায়।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল-সহ শহর কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকেন মূলত বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীরা। কলকাতা শহরের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব সামলাতে দেখা যায় বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের।
এবার এই বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দেবে লালবাজার। বিভিন্ন দলে ভাগ করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ এই প্রশিক্ষণের জন্য ইতিমধ্যেই লালবাজারের তরফে সব রকমের তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- Junior Doctors: ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের, কারণ ঘিরে জোর চর্চা
আরও পড়ুন- Ishwar Chandra Vidyasagar: অবাক হবেন! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের এই ঘটনাগুলি আগে জানতেন?
আরও পড়ুন- Ghatal Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যানে সবুজ সংকেত নেহরুর, রূপায়নে 'ব্যর্থ' মোদীও, পূরণ হবে মমতার আশ্বাস?
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করে। খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বিষয়টি নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকী বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের কীভাবে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায় তা নিয়েও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি।