/indian-express-bangla/media/media_files/2025/08/30/durga-2025-08-30-12-05-10.jpg)
Durgangan: রাজ্য সরকারের উদ্যোগেই এবার তৈরি হবে দুর্গাঙ্গন।
Durgangan project-West Bengal:দিঘায় জগন্নাথ ধাম গড়ে সাড়া ফেলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও পুন্যার্থীদের ঢল নামছে রাজ্যের সৈকতনগরীতে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে।
জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুর্গাঙ্গন তৈরির স্থান তখনও নির্বাচন করা যায়নি। এবার নাকি নিউটাউনে দুর্গাঙ্গন গড়তে প্রাথমিকভাবে জমি পছন্দ করে ফেলেছে HIDCO।
দিঘায় জগন্নাথ ধামের মতোই রাজ্য সরকারের উদ্যোগেই নিউটাউনে তৈরি হতে পারে দুর্গাঙ্গন। গতকালই নবান্নে এই ব্যাপারে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে হিডকোর কর্তারা।
নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে ইকো পার্কের উল্টো দিকের একটি জমি দুর্গাঙ্গন তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে হিডকোর তরফে। তবে বিষয়টি এখনই পাকাপাকি হয়নি। এই ব্যাপারে আরও কিছু পরিকল্পনার বাস্তবায়নের পরেই পাকাপাকিভাবে সিদ্ধান্ত জানানো হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রস্তাবিত দুর্গাঙ্গনের সংগ্রহশালা থাকবে। যেখানে দুর্গাপুজোর সঙ্গে জড়িত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হবে।