Durgangan:জগন্নাথ ধামের পর এবার রাজ্যে দুর্গাঙ্গন, প্রাথমিকভাবে চিহ্নিত জমি

Durgangan-Mamata Banerjee: কিছুদিন আগেই দুর্গাঙ্গন তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয়ে যায় জমি খোঁজার কাজ।

Durgangan-Mamata Banerjee: কিছুদিন আগেই দুর্গাঙ্গন তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয়ে যায় জমি খোঁজার কাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Durgangan project West Bengal New Town,  Durgangan Durga Argan Durga complex announcement  ,Mamata Banerjee Durgangan construction New Town,  West Bengal Durgangan trust formed  ,Durgangan modeled after Digha Jagannath temple,দুর্গাঙ্গন প্রকল্প পশ্চিমবঙ্গ নিউটাউন,  মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন ঘোষণা,  দুর্গাঙ্গন দিঘার জগন্নাথ মন্দির আদলে  ,দুর্গাঙ্গন নির্মাণ ট্রাস্ট HIDCO পর্যটন দপ্তর,  রাজ্যে দুর্গাঙ্গন স্থাপন সংবাদ

Durgangan: রাজ্য সরকারের উদ্যোগেই এবার তৈরি হবে দুর্গাঙ্গন।

Durgangan project-West Bengal:দিঘায় জগন্নাথ ধাম গড়ে সাড়া ফেলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও পুন্যার্থীদের ঢল নামছে রাজ্যের সৈকতনগরীতে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে।

Advertisment

জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুর্গাঙ্গন তৈরির স্থান তখনও নির্বাচন করা যায়নি। এবার নাকি নিউটাউনে দুর্গাঙ্গন গড়তে প্রাথমিকভাবে জমি পছন্দ করে ফেলেছে HIDCO।

আরও পড়ুন- National Award 2025:গর্বে বুক চওড়া বাংলার! দুই শিক্ষকের হাত ধরে এল 'সোনার সম্মান'! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Advertisment

দিঘায় জগন্নাথ ধামের মতোই রাজ্য সরকারের উদ্যোগেই নিউটাউনে তৈরি হতে পারে দুর্গাঙ্গন। গতকালই নবান্নে এই ব্যাপারে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে হিডকোর কর্তারা। 

আরও পড়ুন- West Bengal News live updates:খাস কলকাতায় বৃদ্ধের রহস্যমৃত্যুতে টানটান উত্তেজনা! খুন না আত্মহত্যা? নাকি দুর্ঘটনা? ধন্দে পুলিশ

নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে ইকো পার্কের উল্টো দিকের একটি জমি দুর্গাঙ্গন তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে হিডকোর তরফে। তবে বিষয়টি এখনই পাকাপাকি হয়নি। এই ব্যাপারে আরও কিছু পরিকল্পনার বাস্তবায়নের পরেই পাকাপাকিভাবে সিদ্ধান্ত জানানো হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রস্তাবিত দুর্গাঙ্গনের সংগ্রহশালা থাকবে। যেখানে দুর্গাপুজোর সঙ্গে জড়িত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন- Mahua Moitra:বিতর্কিত মন্তব্যে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন মহুয়া, সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Bengali News Today CM Mamata banerjee Durgangan