/indian-express-bangla/media/media_files/HANql29EmNE76cWO8iNw.jpg)
Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
BJP protest: দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে এবার দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা না বলায় ক্ষোভ উগরে দিয়েছেন নন্দীগ্রামের BJP বিধায়ক। সেই সঙ্গে গণধর্ষণের মতো নক্কারজনক কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।
সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের সামনে ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে ধর্না মঞ্চ বেঁধেছিল বিজেপি। বিজেপিকে সেই মঞ্চ বাঁধতে বাধা দিয়েছে পুলিশ, এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। তা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশ কর্তাদের তর্কাতর্কি পর্যন্ত বেধে যায়। পরে সেই ঝর্ণা মঞ্চে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণধর্ষণ ইস্যুতে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সোচ্চার হন তিনি।
তারপরেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, "ওড়িশার একজন মেয়েকে আমরা এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। আমরা লজ্জিত, ক্ষমাপ্রার্থী। ওর পরিবার জানিয়েছে, আরও ভালো চিকিৎসার জন্য মেয়েটিকে ওরা ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যেতে চায়। আমি শুনে আরও লজ্জিত হয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, ফোনও করেননি। অথচ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ফোন করে সহানুভূতি জানিয়েছেন।"
উল্লেখ্য, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের গণধর্ষণের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। রবিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার সকালে আরও একজন গ্রেফতার হয়। তাকে জেরা করে পরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ এই নতুন দুই ধৃতকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে তাদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে। এর আগে রবিবার যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। এবার নতুন করে গ্রেফতার হওয়া এই দু'জনকেও হেফাজতে নিতে চায় পুলিশ। ধৃত ৫ জনকে একসঙ্গে বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা।