Success Story:অফুরান ইচ্ছাশক্তি আর অদম্য জেদেই ইতিহাস! 'ভারতসেরা' দৃষ্টিহীন বাবলু, বাংলার মুখ করলেন উজ্বল

Blind student topper: দৃষ্টিহীন এই যুবকের অনবদ্য কীর্তিকে কুর্ণিশ। মুর্শিদাবাদারে কান্দির এই যুবক গড়লেন নতুন ইতিহাস। তাঁর এই কীর্তিতে গর্বিত গোটা বাংলা।

Blind student topper: দৃষ্টিহীন এই যুবকের অনবদ্য কীর্তিকে কুর্ণিশ। মুর্শিদাবাদারে কান্দির এই যুবক গড়লেন নতুন ইতিহাস। তাঁর এই কীর্তিতে গর্বিত গোটা বাংলা।

author-image
Gopal Thakur
New Update
Bablu Halder, Murshidabad, ITI, blind student topper, Craftsmen Training Scheme, Metal Cutting Attendant, Prime Minister award, national level topper, technical education inspiration, differently-abled students,বাবলু হালদার, মুর্শিদাবাদ, আইটিআই, দৃষ্টিহীন টপার, কারিগর প্রশিক্ষণ, CTS, মেটাল কাটিং, প্রধানমন্ত্রী পুরস্কার, শিক্ষার অনুপ্রেরণা, প্রতিবন্ধী ছাত্রছাত্রী

Blind student topper: পরিবারের সদস্যদের মাঝে বাবলু হালদার।

অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও মেধার অনন্য উদাহরণ তৈরি করলেন মুর্শিদাবাদের এক দৃষ্টিহীন যুবক। কান্দি থানার জীবন্তি গ্রামের বাসিন্দা বাবলু হালদার এবারের আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করে নজির গড়েছেন। দেশের মধ্যে দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান অর্জনকারী বাবলু এখন গোটা রাজ্যের গর্ব।

Advertisment

বাবলু পড়াশোনা করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে। তিনি কারিগর প্রশিক্ষণ প্রকল্পের (Craftsmen Training Scheme - CTS) অধীনে মেটাল কাটিং অ্যাটেনডেন্ট বিভাগে অংশগ্রহণ করেন। ৬০০ নম্বরের মধ্যে ৪৭৩ নম্বর পেয়ে জাতীয় স্তরে শীর্ষ স্থান অধিকার করেন তিনি।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'ধর্না চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন', দুর্গাপুরে পুলিশকে চরম বার্তা শুভেন্দুর

Advertisment

ITI-এর জাতীয় পর্যায়ের এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ৪ সেপ্টেম্বর। এরপর ৪ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার ও শংসাপত্র গ্রহণ করেন বাবলু। সেই অনুষ্ঠানে দেশের মোট ৪৬ জন আইটিআই টপারকে সংবর্ধিত করা হয়, যাঁদের মধ্যে বাবলু ছিলেন একমাত্র দৃষ্টিহীন টপার।

আরও পড়ুন-South 24 Parganas News: ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, কে গ্রেফতার জানেন? ছিঃ ছিঃ করছে গোটা পাড়া!

বাবলু বলেন, “চোখে দেখতে না পারলেও স্বপ্ন দেখা বন্ধ করিনি। আমার শিক্ষক ও পরিবারের সাহায্যেই এই সাফল্য সম্ভব হয়েছে।” তাঁর বাবা পেশায় দিনমজুর, কিন্তু ছেলের এই সাফল্যে তিনি গর্বিত। বাবলুর কথায়, আগামী দিনে তিনি কারিগরি শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে গিয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে চান।

আরও পড়ুন-TMC joins:বড় ভাঙন BJP-তে, লাভলীর উপস্থিতিতে ডাকাবুকো গেরুয়া নেতা এবার তৃণমূলে

বাবলুর এই সাফল্য মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে এখন গোটা রাজ্যে অনুপ্রেরণার প্রতীক। তাঁর জয় প্রমাণ করল, অন্ধকার যতই গভীর হোক, আলোর পথ দেখায় মনের শক্তি আর অধ্যবসায়ই।

Murshidabad ITI blind student topper