/indian-express-bangla/media/media_files/2025/10/14/arrest-1-2025-10-14-16-47-07.jpg)
North 24 parganas news: গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে।
North 24 parganas news:উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মোহনপুর এলাকায় এক নাবালিকাকে ভিডিও ও রিলস বানানোর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার একটি ইউটিউবার ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন মোহনপুরের পরিচিত ইউটিউবার অরবিন্দু মন্ডল ও তার নাবালক ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের বক্তব্য অনুযায়ী, অরবিন্দু মন্ডল কয়েক মাস আগে ওই নাবালিকাকে ভিডিও ও রিলস বানানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পাঠায়। পরে তিনি এবং তার নাবালক ছেলে নাবালিকাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। সেখানে তারা ভিডিও বানানোর পাশাপাশি নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তুলে রাখে।
অভিযোগ সূত্রে জানা যায়, এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয়ে নাবালিকাকে অরবিন্দু ও তার ছেলে ধর্ষণ করতো। ঘটনায় নাবালিকাকে মানসিকভাবে চাপে রাখার পাশাপাশি শারীরিক নির্যাতন করা হতো।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সত্যতা জানতে পেরে নাবালিকাটি গত শুক্রবার তার পরিবারকে সব ঘটনা জানায়। পরিবারে লোকেরা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ অভিযান চালিয়ে মোহনপুর এলাকা থেকে অরবিন্দু মন্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে।
হাড়োয়া থানার অফিসাররা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, নাবালিকার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার লোভ দেখিয়ে শিশু ও নাবালিকাদের সাথে এমন ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন-Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে