Bus Accident:চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা, জানলা দিয়ে বের করা হাত কেটে পড়ল যাত্রীর

Road Accident:বাস ও অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে।

Road Accident:বাস ও অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে।

author-image
Utsab Mondal
New Update
Hariharpara bus accident,  Murshidabad road accident  ,Passenger hand injury  ,Bus and truck collision,  Road safety incident  ,Hospitalized accident victims,  Window safety hazard  ,Traffic accident Murshidabad,হরিহরপাড়া দুর্ঘটনা,  মুর্শিদাবাদ সড়ক দুর্ঘটনা  ,বাস ও পণ্যবাহী গাড়ির সংঘর্ষ,  যাত্রীর হাত কেটে পড়ল,  সড়ক নিরাপত্তা,  আহত যাত্রী  ,চলন্ত বাসে বিপদ,  হরিহরপাড়া হাসপাতালে স্থানান্তর

Bus Accident: হাসপাতালে গুরুতর জখম সেই যাত্রী।

Road Accident: মুর্শিদাবাদের হরিহরপাড়া রাজ্য সড়কে মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্যাংরামারি এলাকায় যাত্রীবাহী একটি বাস ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যাত্রীর হাত কেটে পড়ে যায়। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী চলন্ত বাসের জানলা দিয়ে হাত বের করেছিলেন। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে বিরাট বিপত্তি তৈরি হয়। 

Advertisment

দুর্ঘটনায় ঘটনায় গুরুতর জখম মানিক মণ্ডল (৩০), তাঁর বাড়ি গরীবপুর ফরাজি পাড়ায়। এছাড়াও আলামিন হক (২৮), বাড়ি বেলডাঙা এবং সান্তনা হালদাররাও আহত হন।

আরও পড়ুন- YouTuber Arrest: সোশ্যাল মিডিয়া ভিডিও-র অজুহাতে নাবালিকাকে ধর্ষণ, ইউটিউবার বাবা-সহ ছেলে গ্রেফতার

Advertisment

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্তটি চরম আতঙ্কজনক ছিল। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন- Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে

স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজ্যসড়কে নিয়মিতভাবে দ্রুতগতিতে যানবাহন চলাচল করছে। বিশেষত যাত্রীবাহী বাসগুলির মধ্যে অনেকেই জানলা দিয়ে হাত বের করার অভ্যাস রাখেন, যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। এই ধরনের অসতর্কতার কারণে এলাকার মানুষ বর্তমানে আতঙ্কে ভুগছে।

আরও পড়ুন-West Bengal weather Update:লম্বা ইনিংস খেলে শেষমেষ বর্ষার বিদায়! সময়ের আগেই বঙ্গে শীত? উত্তুরে হাওয়ায় কাঁপুনি কবে থেকে?

পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। পথচারীদের সতর্ক থাকার পাশাপাশি যানবাহন চালকদেরও নিরাপদ গতিতে চলাচল করতে বলা হয়েছে। দুর্ঘটনার পরপরই সড়কে জরুরি ব্যবস্থার অভাবে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন।

Bengali News Today Murshidabad bus accident