Advertisment

UGC NET Result 2024: প্রকাশিত UGC NET জুনের ফল, রেজাল্ট দেখবেন কোন ওয়েবসাইটে?

UGC NET Result 2024: চলতি বছরেই এই নিট পরীক্ষায় বেনজদির দুর্নীতির অভিযোগ উঠেছিল। এককথায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে।

author-image
IE Bangla Web Desk
New Update
UGC NET June 2024, UGC NET 2024, National Testing Agency, National Eligibility Test, UGC NET Result 2024, প্রকাশিত ইউজিসি নেট জুন রেজাল্ট ২০২৪, এনটিএ, ইউজিসি নেট রেজাল্ট

প্রতীকী ছবি।

UGC NET Result 2024: প্রকাশিত UGC NET ২০২৪ সালের জুনের পরীক্ষার ফল। পরীক্ষার ফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। বৃহস্পতিবারই বিষয় এবং ক্যাটাগরি ভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। তাঁরাও পরীক্ষার ফল জানতে UGC NET ২০২৪-এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Advertisment

পরীক্ষার্থীরা ugcnet.nta.ac.in. এই লিঙ্কে ক্লিক করে পরীক্ষার ফল জানতে পারবেন। চলতি বছরে এই নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। নিট দুর্নীতিতে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। তাবড় রাজনীতিবিদেরও নাম জড়ায়। মোদী সরকারকে তুলোধনা করে সোচ্চার হয় বিরোধীরা। সেই বিতর্কের মাঝেই গত ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই বছর দেশজুড়ে কমপক্ষে ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন।

এবছর UGC NET-এর রেজিস্টার করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২১ হাজার ২২৫ জন। নিট পরীক্ষা নিয়ে বেনজির দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ১২ অক্টোবর এই পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করে দেওয়া হয়।

আরও পড়ুন- Kolkata Fire: পুজো মিটতেই বড়সড় বিপত্তি কলকাতায়, শিয়ালদহে ESI হাসপাতালে আগুন

আরও পড়ুন- Anubrata Mondal: ২ বছরে অনেক পাল্টেছেন অনুব্রত, চড়াম-চড়াম নয়, বিজয়া সম্মিলনীতে অহিংসার বার্তা নেতা-কর্মীদের

আরও পড়ুন- Indian Railway: কল্পনাই করতে পারবেন না! দূরপাল্লার ট্রেনের যাত্রীদের টিকিট কাটায় অভাবনীয় সুবিধা রেলের

তারও আগে সেপ্টেম্বর মাসেও একদফা প্রভিশনাল অ্যানসার সিট প্রকাশ করা হয়েছিল। উত্তরপত্র নিয়ে কোনওরকম আপত্তি থাকলে তা ১৪ সেপ্টেম্বরের মধ্যে জানানোর কথা বলা হয়েছিল। এরপরই সমস্ত নিয়ম কানুন মেনে UGC NET পরীক্ষার ফল প্রকাশ করা হল।

UGC NET Result 2024 UGC Net NET
Advertisment