Advertisment

Kolkata Fire: পুজো মিটতেই বড়সড় বিপত্তি কলকাতায়, শিয়ালদহে ESI হাসপাতালে আগুন-মৃত্যু

Fire at Sealdah ESI Hospital: শুক্রবার ভোরে শিয়ালদহে ইএসআই হাসপাতালে হঠাৎই আগুন লেগে যায়। একে একে হাসপাতালে আসে দমকলের ১০টি ইঞ্জিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
mumbai fire

প্রতীকী ছবি।

Kolkata Fire Incident: শুক্রবার সাতসকালে শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন ভোরে হঠাৎই হাসপাতালের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরেই হইহই কাণ্ড পড়ে যায় গোটা হাসপাতাল এবং শিয়ালদহ চত্বরে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে চলে আসে দমকলের ১০টি ইঞ্জিন।

Advertisment

এবার শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহ আগুন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ রোগী এদিন ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রোগীদের অন্যত্র নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু করেন হাসপাতালের কর্মীরাই। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিন তলা থেকে রোগীদের নামিয়ে আনা হয়।

বেশ কিছু রোগীকে এদিন মানিকতলা ESI হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়। তবে এরই মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর পরিবারের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডের জেরে ওই রোগীর মৃত্যু হয়নি।

খবর পেয়ে একে একে হাসপাতালে আসে দমকলের ১০টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকালেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি দাঁড়িয়ে থেকে আগুন নিয়ন্ত্রণের কাজের তদারকি চালিয়েছেন। দমকলমন্ত্রী জানিয়েছেন, যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছেন তাঁর দফতরের কর্মীরা।

আরও পড়ুন- Krishnanagar Shocker: খুন করে নয়, জ্যান্ত পোড়ানো হয় তরুণীকে, কৃষ্ণনগর কাণ্ডে বিস্ফোরক তথ্য চিকিৎসকের

আরও পড়ুন- Anubrata Mondal: ২ বছরে অনেক পাল্টেছেন অনুব্রত, চড়াম-চড়াম নয়, বিজয়া সম্মিলনীতে অহিংসার বার্তা নেতা-কর্মীদের

আরও পড়ুন- Indian Railway: কল্পনাই করতে পারবেন না! দূরপাল্লার ট্রেনের যাত্রীদের টিকিট কাটায় অভাবনীয় সুবিধা রেলের

আরও পড়ুন- Sundarbans: তাকলাগানো প্রযুক্তির ব্যবহার, সুন্দরবনবাসীর স্বার্থে 'সেরার সেরা' উদ্যোগ রাজ্যের

ঠিক কী থেকে আগুন লেগেছিল শুরুতে তা স্পষ্ট না হলেও পরে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকে সম্ভবত এই আগুন লাগতে পারে। তবে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

kolkata fire Sealdah
Advertisment