Malda Murder:মাথা থেঁতলে ভয়ঙ্কর খুন! দেহ দেখে আঁতকে উঠল পরিবার

Malda Murder:চাচোলের এসডিপিও সোমনাথ সাহা জানান, “ঘটনার পর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”

Malda Murder:চাচোলের এসডিপিও সোমনাথ সাহা জানান, “ঘটনার পর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”

author-image
Madhumita Dey
New Update
IMG-20250718-WA0047

মালদায় ফের খুন

Malda Murder: মালদায় রহস্য মৃত্যু! থেতলে খুন ঠিকাদার, ৬ জনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ।

Advertisment

মালদার রতুয়ায় এক ঠিকাদারের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম আকবর আলি (৩৫)। তিনি মূলত বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রতুয়ায় বসবাস করছিলেন।

 রতুয়া থানার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের নাকাটি ব্রিজ সংলগ্ন এলাকায় থেঁতলে খুন। রাস্তার ধারে একটি কালভার্টের পাশে পড়ে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পাশেই কিছুটা দূরে ছিল তাঁর মোটরবাইক ও মোবাইল ফোন।

Advertisment

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে আকবরকে। ইতিমধ্যে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রতুয়া থানার পুলিশ। পাশাপাশি, মৃতের পরিবারের পক্ষ থেকে ৬জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আকবর রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেখান থেকে রাত আটটা নাগাদ তিনি বেরিয়ে যান। এরপর তাঁর মোবাইলে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে গেলে ফোন বন্ধ পান। এরপর তাঁরা আত্মীয়দের কাছ থেকে জানতে পারেন, আকবর আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। তাঁকে খোঁজাখুঁজির পর রাত সাড়ে দশটা নাগাদ মহানন্দাটোলা এলাকার নাকাটি ব্রিজ থেকে প্রায় একশো মিটার দূরে আকবরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

আকবর মূলত ভাঙন প্রতিরোধের কাজে বোল্ডার পাথর সরবরাহ করতেন। পাশাপাশি জমি কেনাবেচার কাজেও যুক্ত ছিলেন তিনি।মৃতের দিদি সাবিনা বিবি বলেন, “ভাই ঠিকাদারি কাজে ভালভাবেই জমে উঠেছিল। হয়তো সেটা অনেকেই মেনে নিতে পারেনি। তাই মাথা থেতলে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।”চাচোলের এসডিপিও সোমনাথ সাহা জানান, “ঘটনার পর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Murder Malda