Kolkata Metro: ২০১৯ সাল থেকে ২০২৪। বারেবারে হাওড়া থেকে শিয়ালদহগামী মেট্রোর কাজে বিপত্তি! তার জেরে সমস্যায় পড়তে হয়েছে দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের। এবারও তার কোন ব্যতিক্রম হল না। মেট্রোর টানেলে ফের 'ওয়াটার লিকেজ'! সেকারণে মাঝরাতেই ঘর ছাড়তে হল বউবাজারের দুর্গাপিতুরি লেনের ৫২ জন বাসিন্দাকে। ৫টি ভবনের বাসিন্দাদের তড়িঘড়ি মাঝরাতে বাড়ি ছেড়ে নিয়ে যাওয়া হয় হোটেলে।
৫টাকারও কমে সীমাহীন কল, ডেটা! উৎসবের মরসুমে BSNL-র চমৎকারী প্ল্যান
বারে বারে হোটেল-বাড়ি করতে করতে নাজেহাল হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। যা নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, মেট্রোর কাজের জন্য গত মাসের ২৬ থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার তাদের ফের ফিরিয়ে আনা হয়। মাত্র তিন দিনের ব্যবধানে বৃহস্পতিবার মাঝ রাতে তাঁদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হলে 'আগুনে ঘি' পড়ে। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।
Bird Flu: ফের ছড়াচ্ছে বার্ড ফ্লু! মুরগির ডিম-মাংস নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের
কী জানিয়েছেন এলাকার মানুষ?
এলাকার মানুষ বলেছেন, ২৬ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অন্যত্র সরে যাওয়ার নোটিস দেওয়া হয়। ২ তারিখই বাড়িতে ফেরানো হয়। মাঝে মাত্র তিন দিনের ব্যবধান। ফের হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এভাবে বারে বারে হোটেল-বাড়ি করতে করতে ক্লান্ত সকলে। কেন তিন আগেই তাদের ফেরানো হল আর কেনই বা গতকাল মধ্যরাতে তাদের ঘরছাড়া করা হচ্ছে তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। পুলিশ জানিয়েছে, ৫ টি ভবনের ৫২ বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে গোটা পরিস্থিতি। তারপর বাসিন্দাদের ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
RG Kar Case: আরজি কর দুর্নীতির তদন্তে ED, সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা, অভিযান একাধিক জায়গায়