Bird Flu: আবারও কঠিন অসুখে ভুগতে শুরু করেছে মুরগিরা। প্রতিবেশী রাজ্য ওড়িশায় হাজার-হাজার মুরগির শরীরে বার্ড ফ্লুর-র ভাইরাসের সন্ধান মিলেছে। ওড়িশা থেকে প্রচুর পরিমাণে মুরগি, ডিম ঢোকে এরাজ্যেও। এই পরিস্থিতিতে এবার এরাজ্যেও মুরগির মড়কের আশঙ্কা বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাই বাইরের রাজ্য থেকে মুরগি, ডিম এরাজ্যে ঢোকা বন্ধ করে দিল প্রশাসন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে পোলট্রির মুরগির গাড়ি গুলি মূলত পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকা দিয়েই এরাজ্যে ঢোকে। এবার ওই এলাকা দিয়ে মুরগির গাড়ি ঢোকা বন্ধ করে দিল প্রশাসন। এক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তাদের কড়া নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওড়িশায় মুরগির শরীরে বার্ড ফ্লুর ভাইরাস মিলেছে। H5N1 ভাইরাসের থাবায় হাজার হাজার মুরগি সংক্রমিত হয়ে পড়ছে। সেই মুরগি কোনওক্রমে এরাজ্যে ঢুকে পড়লে পশ্চিমবঙ্গেও মুরগির মড়ক লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! গর্বের মাইলফলক স্পর্শ পাতালরেলের
আরও পড়ুন- West Bengal Weather Update: দানা বাঁধছে নিম্নচাপ, গণেশ পুজোয় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
এই পরিস্থিতিতে আপাতত বাইরের রাজ্য থেকে মুরগির মাংস, ডিম এরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও যারা মুরগি প্রতিপালন করেন তাঁদেরও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এর আগেও একাধিকবার বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছে মুরগির শরীরে। তবে এবার ভিনরাজ্যে আবারও বার্ড ফ্লু হানা দিয়েছে।
আরও পড়ুন- Kolkata Police: পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল? কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি, চর্চায় এই তিন দুঁদে IPS
কোনওভাবে বার্ড ফ্লু আক্রান্ত ওই মুরগির ডিম এরাজ্যে ঢুকে পড়লে তা খাওয়ার পর এখানেও সংক্রণণ ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা থেকে যাবে। তাই আপাতত বাইরের কোনও রাজ্য থেকেই ডিম কিংবা মুরগির গাড়ি ঢুকছে না বঙ্গে।