Mamata-Suvendu: সাংসদ হচ্ছেন সন্দেশখালির রেখা? শুভেন্দুর মন্তব্য চর্চায়! মমতার পরের দিনই দ্বীপাঞ্চলে BJP নেতা

Suvendu Adhikari is going to Sandeshkhali the day after Mamata Banerjee: ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিনেই সন্দেশখালিতে যাবেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari is going to Sandeshkhali the day after Mamata Banerjee: ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিনেই সন্দেশখালিতে যাবেন বিরোধী দলনেতা।

author-image
Joyprakash Das
New Update
Mamata-Suvendu, Contai Co-operative Bank Election results

Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

Sandeshkhali-Suvendu Adhikari-Rekha Patra: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছু্ড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ঘোষণা অনুযায়ী সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জায়গাও ছাড়বে না BJP। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সন্দেশখালি যাবেন তার পরের দিন তিনি নিজে জনসংযোগ করতে দ্বীপাঞ্চলে যাবেন। এরই পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, "বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা।"  

Advertisment

দু'দিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী সোমবার ৩০ ডিসেম্বর তিনি সন্দেশখালিতে যাবেন। সেখানে সরকারি জনসভা থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হাজির থাকবেন। উল্লেখ্য, বিগত লোকসভায় ভোটপ্রচারে সন্দেশখালি (Sandeshkhali) যাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এতে কোনও লাভ হবে না। যে সন্দেশখালি থেকে ২০২১ সালে সুকুমার মাহাতো ৭০ হাজার ভোটে জিতেছিলেন। সেই সন্দেশখালি থেকে আমরা ৭ হাজার লিড নিয়েছি গত লোকসভায়। বসিরহাট আসন থেকে জিততে পারিনি, কারণ মুসলমান ভোট সেখানে ৬০ শতাংশের কাছাকাছি। সেখানে বহু জায়গায় সংখ্যালঘু হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় নি, হয় না। মিনাখাঁ, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাটে বহু হিন্দু ভোটার বুথে যেতে পারেননি।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:এবার প্রাথমিকেও সেমেস্টার, বিরাট বদল প্রথম থেকে পঞ্চমের সিলেবাসেও

৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাওয়ার পরের দিন সেখানে যাবেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যে দিন সন্দেশখালি যবেন তার পরের দিন আমি সেখানে যাব। মুখ্যমন্ত্রীর মতো ওতো সরকারি টাকা খরচ করতে পারব না। তবে আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালি বিজেপির জায়গা। কঠিন সময়ে বিরোধী দলনেতা  তাঁদের পাশে ছিল। আজও আছে। প্রত্যেকটা  বুথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে আমার। সন্দেশখালি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও লাভ হবে না। পরিবার পিছু ১ কোটি টাকা দিলেও সন্দেশখালির কোনও হিন্দু বিশেষ করে তপশিলি ও জনজাতিরা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করার শাহজাহান ও তাঁর কোম্পানি। আমরা আগামী দিনে আরও বেশি ভোটে জিতব।" 

আরও পড়ুন- West Bengal Weather: খেলা ঘুরবে খুব শিগগির! তীব্র শীতে কাঁপবে বাংলা, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে

উত্তর ২৪ পরগণার সন্দেশখালি নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্যরাজনীতি। সেই আবহে বসিরহাট লোকসভার নির্বাচন হয়েছিল। অন্য বিধানসভাগুলিতে পিছিয়ে থাকলেও বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালি থেকে লিড পেয়েছিলেন। শুভেন্দু বলেন, "যে মামলা হাইকোর্টে চলছে তাতে রেখা পাত্রের সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা।" বিরোধী দলনেতার এই মন্তব্যে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- West Bengal News Updates : চাকরির নামে হাজারের বেশি প্রার্থীর থেকে টাকা তুলেছে 'পার্থ অ্যান্ড কোং', দাবি সিবিআইয়ের

Suvendu Adhikari Sandeshkhali Bangla News Bengali News Today CM Mamata banerjee Rekha Patra news in west bengal news of west bengal