Advertisment

Human trafficking: নাটকীয় অভিযানে RPF! পাচারের পথে নাবালিকাদের উদ্ধারের এগল্প দারুণ চর্চায়

child trafficking: মসৃণ রেল পরিষেবা দিতে প্রায়শই দারুণ সব উদ্যোগ নিতে দেখা যায় রেলকে। এবার শিশু পাচার রোধে পূর্ব রেল যে তৎপরতা নিল তার ভূয়সী প্রশংসা চারিদিকে।

author-image
Joyprakash Das
New Update
Railway Protection Force, RPF, Rescued 84,119 children, Railway stations, Nanhe Faristey, Indian railways

প্রতীকী ছবি।

Child Trafficking-Indian Railways: এবার নাবালিকা বা শিশু পাচার রোধে আরপিএফ-এর বিশেষ অভিযান দারুণ সাড়া ফেলে দিয়েছে। পূর্বরেলের তরফে বিবৃতি প্রকাশ করে এব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছেষ রেলের সেই বিবৃতিতে লেখা হয়েছে,
পূর্বরেল তাদের প্রত্যেকটি যাত্রীর সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে সর্বদাই তৎপর, তাই পূর্ব রেলের RPF টীম সর্বদাই সজাগ থাকে ফলস্বরূপ হিউম্যান ট্রাফিকিঙের একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিঙের ঘটনা ঘটছে। রেলওয়ের RPF টীম অনুসন্ধান করে জানতে পেরেছে যে কিছু অল্প বয়সী ছেলে মেয়ে একা একা ট্রেনে ভ্রমণ করছে, এক্ষেত্রে দেখা যায় সেই ছেলে মেয়েগুলি তাদের নিজেদের বয়সও গোপন করছে। 

Advertisment

পূর্ব রেল তাদের প্রত্যেকটি যাত্রীর সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে সর্বদাই তৎপর, তাই পূর্ব রেলের RPF টীম সর্বদাই সজাগ থাকে ফলস্বরূপ হিউম্যান ট্রাফিকিঙের একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিঙের ঘটনা ঘটছে। রেলওয়ের RPF টীম অনুসন্ধান করে জানতে পেরেছে যে কিছু অল্প বয়সী ছেলে মেয়ে একা একা ট্রেনে ভ্রমণ করছে, এক্ষেত্রে দেখা যায় সেই ছেলে মেয়েগুলি তাদের নিজেদের বয়সও গোপন করছে। 

এদের মধ্যে কেউ কেউ বলে যে তাদের ক্যাটারিং বা বিউটি পার্লারের কাজের জন্য মামা বা মাসিরা মুম্বাই নিয়ে যাচ্ছে ইত্যাদি।  অনুসন্ধান যখন আরও গভীরে পৌঁছয় তখন বোঝা যায় যে ঘটনাটি সম্পূর্ণ ভুয়ো এবং তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যে।  এক্ষেত্রে দেখা যায় যে, যারা বাচ্চাগুলিকে ভুলিয়ে নিয়ে যাচ্ছে, RPF এর জেরার সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  এইসমস্ত হিউম্যান ট্রাফিকিঙের ঘটনাগুলিতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাগুলিকে সিরিয়াল বা সিনেমাতে অভিনয়ের প্রলোভন দেখিয়ে মুম্বাই বা অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- Sandakphu: সান্দাকফু গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু, উদ্বিগ্ন প্রশাসন কঠিন নিয়ম আরোপের পথে...

আরও পড়ুন- Jaynagarer Moa: নভেম্বর শেষ হতে চললেও জমাটি শীত অধরা! ঘোর চিন্তায় মোয়া ব্যবসায়ীরা

এমনই একটি জিজ্ঞাসাবাদ চলাকালীন এক কিশোরী স্বীকার করে যে তাকে প্রলোভন দেখিয়ে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছিল। পূর্ব রেলের RPF টিম জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে মেয়েটির বাড়ি উত্তর ২৪ পরগনার কোনও একটি এলাকায়। তার সঙ্গে আরও ৫ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে, সন্দেহভাজন তিন পাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। পরে উদ্ধার হওয়া কিশোরীদের GRP এর হাতে তুলে দেওয়া হয়। তিন কিশোরীকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে (সি.ডব্লিউ.সি) পাঠানো হয়েছে। পূর্ব রেলের RPF টিম চলতি মাসের ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ১৩টি বাচ্চাকে হিউম্যান ট্রাফিকিঙের জাল থেকে উদ্ধার করেছে।

Child Trafficking Eastern Railway RPF
Advertisment