Advertisment

Sandakphu: সান্দাকফু গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু, উদ্বিগ্ন প্রশাসন কঠিন নিয়ম আরোপের পথে...

Sandakphu Trek: দার্জিলিঙের সান্দাকফুর প্রতি বিশেষ করে যাঁরা ট্রেকিং করেন তাঁদের আকর্ষণ বরাবরের। কলকাতার এই পর্যটক ১৯ নভেম্বর দার্জিলিং থেকে সান্দাকফুর পথে রওনা দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata tourist dies while treking Sandakphu: সান্দাকফু কলকাতার পর্যটকের মৃত্যু

Sandakphu: অপরূপ সান্দাকফু।

Kolkata tourist dies while visiting Sandakphu: সান্দাকফু (Sandakphu) বেড়াতে গিয়ে মৃত্যু হল কলকাতার পর্যটকের। শ্বাসকষ্টজনিত সমস্যার জেরেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত ওই পর্যটকের নাম আশিস ভট্টাচার্য। তিনি কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পাহাড়ে বেড়াতে গিয়ে চলতি বছরের মে মাসেও এক যুবকের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবেই ফের এক পর্যটকের অকালমৃত্যুতে উদ্বেগে দার্জিলিং প্রশাসন। এবার থেকে পাহাড়ে যাওয়া বিশেষ করে ট্রেকিংয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়া পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে প্রশাসন। 

Advertisment

উত্তরবঙ্গের (North bengal) পাহাড়ে বেড়াতে গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু। দার্জিলিংয়ের সান্দাকফুর প্রতি পর্যটকদের আকর্ষণ বরাবরের। জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর দার্জিলিং (Darjeeling) থেকে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিলেন আশিস ভট্টাচার্য। গত মঙ্গলবার রাতে আচমকা আশীষ ভট্টাচার্যের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। দ্রুত তার শারীরিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিয়ম মেনে এরপর ময়নাতদন্তের আশিস ভট্টাচার্যের মরদেহ তার পরিবারের সদস্যের হাতে তুলে দেয় দার্জিলিং জেলা প্রশাসন। পাহাড়ে বেড়াতে গিয়ে এভাবে পর্যটকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দার্জিলিং জেলা প্রশাসন। এবার থেকে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের শারীরিক পরীক্ষা যাচাই করে দেখার জন্য নির্দিষ্ট একটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে দার্জিলিং প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: বার্ষিক ব্যবস্থায় চলতি বছরেই শেষ উচ্চ মাধ্যমিক, প্র্যাকটিকালের দিনক্ষণ প্রকাশ সংসদের

আরও পড়ুন- Jaynagarer Moa: নভেম্বর শেষ হতে চললেও জমাটি শীত অধরা! ঘোর চিন্তায় মোয়া ব্যবসায়ীরা

এর আগেও চলতি বছরে মে পাহাড়ে বেড়াতে গিয়ে উত্তর দিনাজপুরের এক যুবকের মৃত্যু হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। স্বাভাবিকভাবেই শারীরিকভাবে সক্ষম না থাকলে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে, এমনই মনে করেন বিশিষ্ট পর্বতারোহীদের একাংশ। তারই জেরে মাঝে মধ্যে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে মনে করেন তাঁরা। 

আরও পড়ুন- Unique Ideas: চায়ের দোকানে বইয়ের 'বাগান', যুবকের অভিনব কীর্তির দুরন্ত প্রশংসা!

Tourist Death Death Tourist Sandakphu Sandakphu Trek
Advertisment