Kolkata weather Forecast:উইকেন্ডেও প্রবল বৃষ্টি? টানা দুর্যোগ উত্তরবঙ্গে? দক্ষিণবঙ্গের আবহাওয়ার টাটকা আপডেট জানুন!

West Bengal Weather Forecast 6 September, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কোথাও বা আকাশ আংশিক মেঘলা।

West Bengal Weather Forecast 6 September, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কোথাও বা আকাশ আংশিক মেঘলা।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা বৃষ্টির পূর্বাভাস  ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ  IMD forecast rain West Bengal  দক্ষিণবঙ্গে বৃষ্টি  উত্তরবঙ্গে প্রবল বর্ষণ  কলকাতা জলমগ্ন  আবহাওয়া দফতরের সতর্কতা  পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয়  সোম থেকে বৃষ্টি রাজ্যে  low pressure over Gangetic Bengal

Bengal Weather Update: পিছু ছাড়ছে না বৃষ্টি।

Kolkata Weather Report Today:নিম্নচাপের গেরো কাটতেই বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি কমলেও ভ্যাপসা গরমের পরিস্থিতি বহাল। আজ উইকেন্ড এবং আগামিকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? পুজোর কেনাকাটা ভেস্তে দেবে বৃষ্টি? কেমনই বা থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এস নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

নিম্নচাপের প্রভাব সরলেও দক্ষিণবঙ্গে এখনই পুরোপুরি বৃষ্টি থামছে না। এরই সঙ্গে চলতে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ও আগামিকাল রবিবার কলকাতা সহ

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি পুজোর কেনাকাটায় বাধ সাধবে না। যদিও আগামী সপ্তাহের শুরুর দিক থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Advertisment

আরও পড়ুন- BJP MP: দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদ, থানায় ঢুকে দাপুটে বিজেপি সাংসদ যা করলেন...

কলকাতার ওয়েদার আপডেট 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ কলকাতাতেও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সুতরাং পুজোর কেনাকাটা করতে আজ যারা কলকাতা শহরে যেতে চাইছেন তাদের ভারী কোনও আশঙ্কার কারণ নেই। তবে সঙ্গে ছাতা নিতে ভুলবেন না। যখন তখন হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতেই পারে।

আরও পড়ুন- শিয়ালদহ থেকে চালু AC লোকাল ট্রেন! মায়াপুর বেড়ানো এবার আরও স্বস্তির, দারুণ আরামের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Dilip-Mamata:'উনি খুব টেনশনে আছেন', মমতাকে নিয়ে হঠাৎ কেন একথা দিলীপের মুখে?

আগামিকাল রবিবারেও উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

rain Bengal Weather Kolkata Weather