/indian-express-bangla/media/media_files/DhaOfnhuiCvaJT7L3Xn7.jpg)
প্রতীকি ছবি।
এবার বড়সড় অস্বস্তিতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অনুমতি পাওয়ার পরেই কারামন্ত্রীর বিরুদ্ধে জোরদার তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এবার ED-র বিশেষ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে বেশ কিছু নাম পেয়েছিল ইডি। তদন্তেই নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামও উঠে এসেছিল।
এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা। এমনকী তার ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল টাকার হদিশ মেলে বলে সূত্রের খবর। সেই টাকার উৎস সম্পর্কে এখনও ধন্দে রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
এরপরেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে নতুন করে কোনও তৎপরতা করতে পারছিল না ইডি। রাজভবন থেকে চার্জশিটে অনুমোদনের নথি না পাওয়ায় সমস্যা বাড়ছিল। বেশ কিছু অভিযোগ হাতে এলেও মন্ত্রীর বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ করতে পারছিল না কেন্দ্রীয় সংস্থা। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়ে দিয়েছেন।
আরও পড়ুন-Helicopter service :পুজোর আগে বাম্পার সুখবর! নামমাত্র ভাড়ায় জনপ্রিয় পর্যটন কেন্দ্রে যেতে চালু হেলিকপ্টার পরিষেবা
তার ফলে কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনও বাধা রইল না। রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ইডির বিশেষ আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগস্টের শুরুতেই কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল।
আরও পড়ুন-weather update:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র! সুন্দরবনের এপ্রান্তে ছয় বাড়ির দেওয়ালেই ঝড়-জলের আগাম খবর