Durga Puja 2024: বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার আরাধনা করতে গিয়ে আইনি বাধা আসে। শেষমেষ পুজোটাই আর হয়নি নদিয়ার রানাঘাটের কামালপুরে। এত বিপুল সাড়া জাগিয়েও শেষমেশ দুর্গাপুজোর আয়োজন করতে না পারার যন্ত্রণাটা এখনও কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে গ্রামের বাসিন্দাদের। প্রশাসনের প্রতি ক্ষোভ ওগড়াতে এবার অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের।
নদিয়ার ধানতলার কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজোর অনুমতি দেয়নি জেলা প্রশাসন। প্রশাসনের অনুমতি না মেলায় কামালপুরে বন্ধ হয়ে গিয়েছিল ১১২ ফুটের দুর্গাপুজো। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে শনিবার মস্তক মুণ্ডন করেন কামালপুর গ্রামের বেশ কিছু বাসিন্দা। কামালপুরবাসীর এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন আশেপাশের বহু গ্রামের মানুষজন।
বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মূর্তির পুজো করে গিনেস বুকে নাম তোলার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন ধানতলার কামালপুর গ্রামের অভিযান সংঘ ক্লাবের সদস্যরা। ঢাকঢোল পিটিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে দুর্গাপুজোর খুঁটি পুজোয় ভেঙে পড়েছিল গোটা গ্রাম। ১১২ ফুটের দূর্গা মূর্তি গড়ার কাজও শুরু হয়ে গিয়েছিল পুরোদমে।
আরও পড়ুন- SSKM Incident: এবার SSKM-এ দুষ্কৃতী তাণ্ডব! হকিস্টিক-উইকেটের ঘায়ে মাথা ফাটল রোগীর আত্মীয়ের
তবে এত বড় দুর্গা মূর্তি তৈরিতে ঝুঁকি বিতর্ক সামনে আসে। মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালত নদিয়ার জেলাশাসককে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়। হাইকোর্টের সেই নির্দেশ মতো এলাকা পরিদর্শন করেন নদিয়ার জেলাশাসক। পরে তিনিও পুজো বাতিলেরই সিদ্ধান্ত নেন।
প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়ে গোটা কামালপুর গ্রাম। প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধেই তাঁরা এবার অভিনব প্রতিবাদ জানালেন। শনিবার বিজয়া দশমীতে অভিযান সংঘ ক্লাবের বেশ কিছু সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের কয়েকজন মস্তক মুণ্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন।