/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/53206sskm.jpg)
এসএসকেএম হাসপাতাল। ফাইল ছবি।
Miscreants rampage in SSKM Hospital: এবার কলকাতার SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব। রবিবার সাতসকালে হকিস্টিক, উইকেট নিয়ে আচমকা SSKM হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে বেশ কয়েকজন। হাসপাতাল চত্বরে থাকা এক রোগীর আত্মীয়কে বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। এদিকে, খাস কলকাতা শহরের এক সরকারি হাসপাতালে এমন ধুন্ধুমার-কাণ্ড নিয়ে ফের একবার প্রস্নের মুখে স্বাস্থ্যকর্মী-রোগী নিরাপত্তা।
ঠিক কী ঘটেছিল এদিন?
রবিবার সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল বাইক নিয়ে SSKM হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে। যুবকদের হাতে ছিল হকি স্টিক ও উইকেট। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের বাইরে এক রোগীর আত্মীয় ছিলেন সেই সময়ে। হঠাৎই কয়েকজন যুবক ওই রোগীর আত্মীয়কে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করতে শুরু করে। পরপর আঘাতে মাথা ফেটে যায় সৌরভ মোদক নামে ওই ব্যক্তির।
স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর গন্ডগোলের জেরেই এই ঘটনা। তবে আচমকা কেন ওই রোগীর আত্মীয়কে মারধর করা হল তা এখনও স্পষ্ট হয়নি। রক্তাক্ত ওই যুবককে তড়িঘড়ি SSKM হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
আরজি কর কান্ডের আবহে ফের কলকাতা শহরের এক সরকারি হাসপাতালে প্রকাশ্য দিবালোকে এমন দুষ্কৃতী তাণ্ডবে আবারও পুলিশ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। হাসপাতাল চত্বরে পুলিশ পোস্ট থাকলেও কেন এই বিপত্তি এড়ানো গেল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ফের একবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।