India US Relation: ভারতের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ, বিশ্বরাজনীতি কাঁপিয়ে বিরাট হুঙ্কার আমেরিকার

India US Relation: যদিও স্টিফেন মিলার স্বীকার করেছেন, ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে “চমৎকার সম্পর্ক” রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপে পিছপা হচ্ছেন না ট্রাম্প।

India US Relation: যদিও স্টিফেন মিলার স্বীকার করেছেন, ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে “চমৎকার সম্পর্ক” রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপে পিছপা হচ্ছেন না ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
India Financing War By Buying Russian Oil, Claims Trump Aide

ভারতের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগI

India US Relation: ইউক্রেন যুদ্ধে অর্থ জোগান দিচ্ছে ভারত, আমেরিকার বিস্ফোরক অভিযোগ। তোলপাড় বিশ্ব রাজনীতি। 

Advertisment

আরও পড়ুন- সতীপীঠ কঙ্কালীতলায় তাজ্জব কাণ্ড! 'জলে জলে বিয়ে'র গল্পে গোটা তল্লাট মশগুল!

রাশিয়া থেকে তেল কেনার মধ্যে দিয়ে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগান দিচ্ছে  ভারত—এমনই বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। রবিবার এক টিভি অনুষ্ঠানে তিনি জানান, “এই কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়”।

Advertisment

ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে মিলার বলেন, “ট্রাম্প খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে মারাত্মক ফল ভোগ করতে হবে। এটা যুদ্ধে সরাসরি অর্থসাহায্য।” 

আরও পড়ুন- রাজনীতির জগতে নক্ষত্র পতন! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

রয়টার্স সূত্রে জানা গেছে, মার্কিন সমালোচনার মুখে পড়লেও ভারত এখনই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনও পরিকল্পনা নিচ্ছে না। বিদেশ মন্ত্রক জানিয়েছে, “যেখান থেকে সস্তা তেল পাওয়া যায়, সেখান থেকেই তেল আমদানি করা হবে। দেশের স্বার্থই সবার আগে।”

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ২০২১ সালে রাশিয়া ভারতের মোট তেল আমদানির মাত্র ৩% সরবরাহ করত। বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫-৪০%। রাশিয়া এখন ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ।

ট্রাম্পের হুঁশিয়ারি, ২৫% শুল্ক আরোপ

৩০ জুলাই ট্রাম্প ঘোষণা করেন, ভারত থেকে আমদানি হওয়া পণ্যে ২৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এমনকী ভবিষ্যতে তা ১০০% পর্যন্ত বাড়ানো হতে পারে, যদি ভারত রাশিয়া থেকে তেল আমদানি না বন্ধ করে। যদিও স্টিফেন মিলার স্বীকার করেছেন, ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে “বন্ধুত্বের সম্পর্ক” রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপে পিছপা হচ্ছেন না ট্রাম্প। 

আরও পড়ুন- মুর্শিদাবাদে খুন করে বেঙ্গালুরুতে আশ্রয়, সূত্রের খবরে অতর্কিতে পুলিশি হানা, তারপর?

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওও ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভারত আমাদের কৌশলগত বন্ধু হলেও রাশিয়ার সঙ্গে এরকম ঘনিষ্ঠ জ্বালানি সম্পর্ক আমাদের কাছে উদ্বেগজনক। এটাই আমাদের সম্পর্কের অন্যতম জটিল দিক।”

Donald Trump modi Vladimir Putin