Pragya Thakur Malegaon Blast: মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিস্ফোরক অভিযোগ,মোদী-যোগীর নাম নেওয়ার জন্য নির্যাতন! বোমা ফাটালেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ সাত অভিযুক্ত। এরপরই বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেলেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন বিজেপি সাংসদ বলেছেন যে কর্মকর্তারা তাকে বলেছিলেন যে তিনি যদি এই মোদী-যোগী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের নাম সামনে আনেন তাহলে তার উপর চলা নির্যাতন বন্ধ হয়ে যাবে। এই পুরো মিথ্যা মামলার পিছনে কংগ্রেসের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর অভিযোগ করেছেন যে তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং অন্য হেভিওয়েট বিজেপি নেতার নাম বলতে বাধ্য করা হয়েছিল এবং হয়রানি করা হয়েছিল। তিনি বলেন, অফিসাররা তাঁকে বলেছিলেন যে যদি তিনি এই নামগুলি আনেন তাহলে তাঁর উপর চলা অত্যাচার এবং হয়রানি বন্ধ হয়ে যাবে।
ইউপিএ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
সাধ্বী প্রজ্ঞা ঠাকুর তৎকালীন ইউপিএ সরকারকে লক্ষ্য করে এই পুরো মিথ্যা মামলার পিছনে কংগ্রেসের হাত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই পুরো বিষয়টি কংগ্রেসের গেরুয়া দল এবং সশস্ত্র বাহিনীকে বদনাম করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
আদালতের এই সিদ্ধান্তকে 'ধর্মের জয়' বলে অভিহিত করে সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বলেন, কংগ্রেস তাদের নিজস্ব ষড়যন্ত্রের অধীনে এই মিথ্যা মামলা দায়ের করেছে। এর কোনও ভিত্তি ছিল না। কংগ্রেস ধর্মবিরোধী। কংগ্রেস এমন একটি দল যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। কংগ্রেস কখনই জাতীয়তাবাদী দল হতে পারে না। তিনি অভিযোগ করেন যে তাকে যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি।
সাধ্বী প্রজ্ঞা আরও বলেন যে, তাঁর উপর যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। উল্লেখ্য, মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ সাতজন অভিযুক্তকে বেকসুর খালাসা বলে ঘোষণা করে এনআইএ আদালত।