Experts team of wb health department visits Midnapore Medical College: শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম। সেই প্রতিনিধি দলে স্বাস্থ্য দপ্তরের তিন পদস্থ আধিকারিক, বিভিন্ন বিভাগের ৬ চিকিৎসক, রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের চার ইন্সপেক্টর সামিল ছিলেন। মেদিনীপুর মেডিক্যাল (Midnapore Medical College) কলেজ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার জেরে প্রসূতি মৃত্যু ও অসুস্থতার অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগ কতটা সঠিক...তা খতিয়ে দেখতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলের এই সফর। এছাড়াও চিকিৎসা পদ্ধতিতে কোনও ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। একইসঙ্গে হাসপাতালে ব্যবহৃত ওষুধ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহও অন্যতম প্রধান উদ্দেশ্য স্বাস্থ্য দপ্তরের এই দলটির।
মেদিনীপুর মেডিক্যালে 'নিষিদ্ধ' স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে। তারই জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতির, এমনই চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। অভিযোগ আরও চার প্রসূতির মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সাংঘাতিক সেই অভিযোগ খতিয়ে দেখতে ১৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। সেই টিমটিই শনিবার মেদিনীপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়।
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেছেন, "যে স্যালাইন দেওয়া হয়েছে, তার ব্যাচ নিয়ে কিছু অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওই টিম ঘটনাস্থলে গিয়ে সব কিছু খতিয়ে দেখবে।" কারও গাফিলতি প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যসচিব।
আরও পড়ুন- West Bengal News Live: কাঁটাতার লাগানো নিয়ে ফের উত্তেজনা বাংলাদেশ সীমান্তে, BGB-র বাধায় থমকে কাজ
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ছিলেন একের পর এক প্রসূতি। শুক্রবার সকালে তাঁদেরই মধ্যে একজনের মৃত্যু হয়। মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয়। স্যালাইনের সমস্যাতেই এমন বিপত্তি হয়েছে বলে তাঁদের অভিযোগ। ভর্তি থাকা প্রসূতিদেরও আত্মীয়রাও অভিযোগ করেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। তার জেরেই এমন কাণ্ড।
গুরুতর এই অভিযোগ উঠতেই সরকারকে দুষে সোচ্চার চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এখনই হাসপাতাল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত স্যালাইন সেট পুলিশের উপস্থিতিতে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। এমনকী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নজরদারিতে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সহ একগুচ্ছ দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি।
One pregnant lady died after child birth and four other pregnant women are admitted in Critical Care Unit (CCU) & Intensive Care Unit (ICU) at the Medinipur Medical College after becoming “critically ill” when administered with “expired” saline.
— Suvendu Adhikari (@SuvenduWB) January 11, 2025
This tragic incident rekindles… pic.twitter.com/myPN1w83I6
এদিকে, শনিবার সকালে মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ SFI-DYFI-এর। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দুই বাম সংগঠনের কর্মীদের। বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিক্ষোভকারীদের। MSVP-র সাক্ষাৎ চেয়ে বিক্ষোভ SFI-DYFI-এর। হাসপাতাল চত্বরে এই বিক্ষোভে সামিল হয় কংগ্রেসও। বিক্ষোভকারীদের জোর করে সরানোর চেষ্টা করে পুলিশ।