Kultali fake death certificate scam: সরকারি প্রকল্পের সুবিধা নিতে জীবিত ব্যক্তির ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে তা সরকারি অফিসে জমা পর্যন্ত দিয়ে দিয়েছেন এক ব্যক্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিডিও অফিসে এব্যাপারে অভিযোগ জমা পড়েছে। থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ ও কুলতলি ব্লক প্রশাসন।
কুলতলির কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাবানা লস্কর। অভিযোগ, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে তাঁর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। কীভাবে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা না হয়েও পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট তোলা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। সাহাদুল লস্কর, যিনি কুলতলির কীর্তনখোলার বাসিন্দা তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ।
সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু সুবিধাপ্রাপ্ত কোনও কৃষক ৬০ বছরের আগে মারা গেলে তাঁকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়। সেই সাহায্যের জন্যই আবেদন করা হয়েছিল। সরকারি অফিসে আধার কার্ড ছাড়া যে সমস্ত নথি জমা করা হয়েছে তা সবই ভুয়ো বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সাবানা লস্করের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও অন্য অ্যাকাউন্টে ঢুকছিল বলে অভিযোগ।
আরও পড়ুন- PM Narendra Modi in Durgapur Live update:'ভাঁওতাবাজি সইবে না বাংলা', প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনেই দুর্গাপুরে 'ফ্লেক্স বিতর্ক'
জানা গিয়েছে, সাহানার বাবার নামও সাহাদুল লস্কর অন্যদিকে অভিযুক্তের বাবার নামও একই। ঘটনাচক্রে দু'জনের বাড়িও কীর্তনখোলা এলাকায়। যদিও বুথ নাম্বার আলাদা এবং দু'জনের বাবার নামও আলাদা। সাহানার বাবা স্বাস্থ্যসাথী কার্ড সাহানার শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে গিয়ে জানতে পারেন তার মেয়ের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে। সাহানার বাবার আরও অভিযোগ এই বিষয়ে বিডিও অভিযোগ জানাতে গেলে তার অভিযোগ নেওয়া নিয়ে গড়িমশি করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- Dilip Ghosh: মোদীর সভায় ডাক পাননি, দিলীপের BJP-ত্যাগ সময়ের অপেক্ষা? 'বড় খবর' শোনালেন শমীক
এই বিষয়ে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল সরদার বলেন, "এভাবে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা নয়। কে বা কারা এর সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।" অন্যদিকে কুলতলির অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট এগ্রিকালচার সৌরভ পাড়িয়া জানান, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন- West Bengal news live updates: স্বর্ণমন্দির উড়িয়ে দেওয়ার ছক! ধুঁয়াধার হুমকিতে চরম চাঞ্চল্য, পিছনে পাকিস্তানের হাত?