IISER researcher suicide:গবেষকের আত্মহত্যা নিয়ে তুমুল উত্তেজনা, উপযুক্ত তদন্ত দাবি পরিবারের

IISER researcher: প্রতিভাবান গবেষকের আত্মহত্যা ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে নদিয়ার হরিণঘাটার IISER ক্যাম্পাসে।

IISER researcher: প্রতিভাবান গবেষকের আত্মহত্যা ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে নদিয়ার হরিণঘাটার IISER ক্যাম্পাসে।

author-image
Mousumi Das Patra
New Update
Haringhata, IISER researcher, suicide, high tension, demand proper investigation, family,হরিণঘাটা, আইসার গবেষক, আত্মহত্যা, তুমুল উত্তেজনা, উপযুক্ত তদন্ত দাবি, পরিবার

IISER: হরিণঘাটার আইসার ক্যাম্পাস।

আইসারের মেধাবী গবেষক ছাত্রের মৃত্যুতে তদন্তের তুললো বাড়ির লোকজন। একইসঙ্গে  আইসারে ছাত্ররাও কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়ে এই ঘটনার তদন্তের দাবি তুলেছে। গোটা বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। পাশাপাশি অনেকগুলি প্রশ্নও উঠে এসেছে। শনিবার ময়নাতদন্তের পর বিকেলে অনমিত্র রায়ের দেহ নিয়ে তাঁর বাড়ির লোকজন শ্যামনগরের উদ্দেশে রওনা দেয়। 

Advertisment

তার আগে হরিণঘাটা থানায় এই গবেষক ছাত্রের বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ করে। সেখানে দুজনের নামে অভিযোগ করা হয়েছে বলে জানাগিয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবার ল্যাবে ছিলেন অনমিত্র। ল্যাব ফাঁকা হয়ে গেলে সেই সুযোগে সেখানে বসে ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। একইসঙ্গে  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোস্ট দেখে সতীর্থরা খোঁজাখুঁজি শুরু করে দেয়। ল্যাবরেটরি থেকে তাঁকে উদ্ধার করা হয়। এরপর আইসার কর্তৃপক্ষ দ্রুত তাকে কল্যাণী এইমসে ভর্তি করে। খবর পেয়ে ছুটে আসে তাঁর পরিবারের লোকজন। 

শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে। মৃত্যুর আগে অনমিত্র সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছে। সিনিয়রদের বিরুদ্ধে র‌্যাগিং, কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন।একইসঙ্গে বাবা-মায়ের কাছেই শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়েছেন তাও উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, বায়োলজি বিভাগের ল্যাবরেটরির এক সিনিয়র পিএইচডি গবেষকের হাতে তাঁকে বারবার র‌্যগিংয়ের শিকার হতে হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- Death: দিল্লিতে কাজে গিয়ে বিরাট দুর্ঘটনার কবলে বাঙালি পরিবার, পরপর মৃত্যুতে হাহাকার!

এই নিয়ে ল্যাবের সুপারভাইজারকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এমনকী, প্রতিষ্ঠানের অ্যান্টি র‍্যাগিং সেলে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি। উল্টে বারবার তাঁর দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। এমনকী অভিযুক্ত গবেষক ছাত্রের পিএইচডি বাতিলেরও দাবি করেছেন অনমিত্র। গোটা ঘটনায় তিনি হতাশায় ভুগছিলেন। 

আরও পড়ুন- RG Kar Protest:'মেয়েটাকে খুন করল মুখ্যমন্ত্রীর দলের লোক, আমি ওর পদত্যাগ চাই', ফের সোচ্চার কালীগঞ্জের তমান্নার মা

আইসার-এর এই মেধাবী গবেষক ছাত্রের মৃত্যুতে বাংলা জুড়ে  তোলপাড় পড়ে গিয়েছে। এদিন বিকেলের দিকে অনমিত্রর ময়নাতদন্ত হয়। এরপরই বাড়ির লোকজন হরিণঘাটা থানায় একটি অভিযোগ করেন। সেখানে অনমিত্ররর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্টে উল্লেখ করা গবেষক ছাত্র ও প্রফেসরের নামে অভিযোগ করেছে বলে জানা গিয়েছে । এদিন আইসারের ছাত্ররাও কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়ে ঘটনার তদন্তের দাবি করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-Nabanna Abhijan: 'পুলিশ মেরেছে', নবান্ন অভিযানে অসুস্থ আরজি করের নির্যাতিতার মা, ভর্তি হাসপাতালে, দেখতে গেলেন শুভেন্দু

Suicide Nadia student