Nabanna Abhijan:নবান্ন অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতার চিকিৎসকের মা। পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ তুলেছেন তিনি। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
অসুস্থ হয়ে পড়েছেন আরজি করের নির্যাতিতার মা। আজ বেলায় বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় নবান্ন অভিযানে সামিল হতে এসেছিলেন আরজি করের নিহত তরুণী চিকিসকের বাবা-মা। পুলিশ দফায় দফায় তাদের গাড়ি আটকেছে বলে অভিযোগ। পুলিশ তাদের মারধর পর্যন্ত করেছে বলে দাবি করেছেন নির্যাতিতার মা, তাঁর হাতে শাঁখা পর্যন্ত ভেঙে গিয়েছে পুলিশের টানা হেঁচড়ার জেরে।
এদিন নির্যাতিতার মা বলেন, "পুলিশ আমাকে মেরেছে। কয়েকজন পুরুষ পুলিশকর্মী এবং মহিলা পুলিশকর্মীরা এসে আমাকে মারধর করেছে। শাঁখাটা পর্যন্ত ভেঙে দিয়েছে। রাস্তায় ফেলে মেরেছে, আমার পিঠে লেগেছে। ওর বাবাকেও মারধর করা হয়েছে।"
আরও পড়ুন- Nabanna Abhijan:নবান্ন অভিযানে পুলিশি বাধা-ব্যাপক লাঠিচার্জ, 'এর মাশুল দেবেন মমতা', হুঙ্কার শুভেন্দুর
শনিবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতার দিকে দিকে। কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট চত্বর থেকে শুরু করে সাঁতরাগাছি, হাওড়া ময়দান সহ বিভিন্ন এলাকায় পুলিশ আন্দোলনকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ।
আরও পড়ুন-Nabanna Abhijan: নবান্ন অভিযানে আগুনে প্রতিবাদ, ফেলে মারধর নির্যাতিতার বাবা-মাকে, মাথা ফাটল অর্জুন সিংয়ের
বেলা বাড়লে পুলিশের মারধরে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা ছাত্রীর মা, ওঠে এমনই অভিযোগ। যদিও পুলিশের তরফে নির্যাতিতা চিকিৎসকের মা-বাবাকে মারধরের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। তবে এদিন বিকেলের দিকে নির্যাতিতার মাকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ওই হাসপাতালে তাঁকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন-West Bengal News Live Updates: মমতা ধ্বংস হবে', আগুনে হুঙ্কার শুভেন্দুর