Farakka News: দড়ি টেনে নদী পার, প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফি দিনের ঝুঁকির যাত্রা

Farakka News: মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেস্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে মাঝিহীন গুমানি নদী পার হতে হয় স্বাস্থ্যকর্মীদের। নৌকার দড়ি নিজেরা টেনে নদী পেরিয়ে, কাদা-জলময় রাস্তা হেঁটে তাঁরা পৌঁছে দিচ্ছেন সরকারি স্বাস্থ্য পরিষেবা। বর্ষাকালে এই দুর্ভোগ চরমে ওঠে।

Farakka News: মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেস্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে মাঝিহীন গুমানি নদী পার হতে হয় স্বাস্থ্যকর্মীদের। নৌকার দড়ি নিজেরা টেনে নদী পেরিয়ে, কাদা-জলময় রাস্তা হেঁটে তাঁরা পৌঁছে দিচ্ছেন সরকারি স্বাস্থ্য পরিষেবা। বর্ষাকালে এই দুর্ভোগ চরমে ওঠে।

author-image
Gopal Thakur
New Update
ফরাক্কা স্বাস্থ্য পরিষেবা  গুমানি নদী ফরাক্কা  স্বাস্থ্যকর্মীদের সংগ্রাম  মাঝিহীন ঘাট  নৌকা দড়ি টেনে নদী পার  Farakka Block Health Workers  Gumani Ghat ferry issue  Nimitala Sub Health Centre  ANM river crossing Bengal  Farakka Barrage Project NOC  Murshidabad rural healthcare

স্বাস্থ্যকর্মীদের সংগ্রাম

Farakka health Workers:মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের গুমানি ঘাটে নৌকার মাঝি প্রায় অনুপস্থিত থাকেন। তবুও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু স্বাস্থ্য কর্মীদেরকে দেখা গেল নিজেদের জীবন ঝুঁকি নিয়ে জল কাদার রাস্তায় পেড়িয়ে ঘাটে পৌঁছাতে, এবং নৌকার দড়ি টেনে পাহাড়ি গুমানি নদী পার করে ফরাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেষ্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। নদীর এপার ওপার দুই দিকে রাস্তা বেহাল অবস্থা। সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন। স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এমনি এক ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisment

'স্কুলই খুন করেছে', তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা, দেহ সংরক্ষণে নজিরবিহীন প্রতিবাদ

দ্বিতীয় এএনএম জানান, বিগত কয়েক বছর ধরে বর্ষার সময় এই ভাবেই কষ্ট করে বেহাল রাস্তা দিয়ে হেঁটে, নৌকার দড়ি টেনে নদী পার হয়ে প্রায় ছয় জন বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী ফরাক্কা ব্লকের অন্তর্গত ডিয়ার ফরেস্ট গ্রামের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান সরকারের স্বাস্থ্য পরিষেবা দিতে।নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে পাঁচ জন আশা কর্মী, একজন দ্বিতীয় এএনএম এবং একজন কমিউনিটি হেলথ অফিসার এছাড়া এলাকায় বসবাসকারী কয়েকশো পরিবার শিকারপুর ও নিমতলা থেকে এই রাস্তা ও নদী পেড়িয়ে যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দা জানান, ফরাক্কা ব্লকের বেওয়া-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর ও নিমতলা গ্রামবাসীরা বছর পর বছর বেশিরভাগ সময় নিজেরাই নৌকার দড়ি টেনে গুমানি ঘাট পারাপার করেন বলে জানাযায়। কিন্তু গুমানি ঘাটে কোনও ব্রিজ না থাকায় সরকারি স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার গ্রামবাসী প্রায় নিত্যদিন এই সমস্যায় পড়তে হয়। 

Advertisment

AIIMS ফেরত রুগীর বিরল অস্ত্রোপচার, জটিল চিকিৎসায় অসাধ্য সাধন জেলার হাসপাতালের

ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, যেহেতু এই নদীটি যখন করা হয়েছিল তখন ফরাক্কা বাঁধ প্রকল্প এই নদীটি করেছিল। তারপরে সেখান থেকে নৌকো পরিষেবা দিয়ে আসছিল ফরাক্কা বাঁধ প্রকল্প। নৌকার ঘাটে মাঝি থাকা বা না থাকার সম্পূর্ণ দায় দায়িত্ব ফরাক্কা বাঁধ প্রকল্পে এবং বারবার ফরাক্কা বাঁধ প্রকল্পকে জানিও কোন লাভ হচ্ছে না। কারণ তারা সব সময় বলছে বিষয়টি কেন্দ্রকে জানানো হবে কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। আমরা ঠিক করেছি নৌকো পারাপারের দায়িত্ব ফরাক্কা বাঁধ প্রকল্প আবারও জানানো হবে। তার জন্য আমরা ফরাক্কা বাঁধ  প্রকল্পের আধিকারিক সঙ্গে কথা বলবো। এই নদীর দুই পাড়ের জায়গা ফরাক্কা বাঁধ প্রকল্পের। সেখানে রাস্তা করতে ফরাক্কা বাঁধ প্রকল্প এনওসি লাগবে। এবার যদি ফরাক্কা বাঁধ প্রকল্প এনওসি নাও দেয় আমরা  রাস্তা করবো। কারন সাধরণ মানুষের সার্থে আমরা কাজ করবো।

পেটে খিদে না থাকলে দালালি করবে না, তাই অস্থায়ী কর্মী নিয়োগ', অধীরের নিশানায় তৃণমূল

Murshidabad westbengal Health Workers