digital fraud:মহকুমাশাসকের নামে খোলা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার হলেন এক শিক্ষক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চাপড়ার বেতবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অরুণ কুমার দে এই প্রতারণার শিকার হয়েছেন। বিখ্যাত থেকে ব্যুরোক্র্যাটদের ফেসবুক পেজ ভুয়া তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
চেয়ার আলমারি সহ আসবাবপত্র বিক্রির নামে হোয়াইটস অ্যাপে বা ফেসবুকের মেসেঞ্জার থেকে বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার এই চক্রের শিকারের খবর আমরা প্রায় শুনতে পাই। এরকম ভাবেই প্রতারিত হয়েছেন শিক্ষক অরুণ কুমার দে। তিনি গোটা ঘটনাটি পুলিশের কাছে জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানাগিয়েছে, সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরীর নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকে ফেন্ড রিকোয়েস্ট পাঠান হচ্ছিল। একইসঙ্গে এই ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ার ঘটনাও আমাদের সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক অরুণ কুমার দে বলেন, "কিছু দিন আগে মহকুমাশাসকের ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেন্ড রিকোয়েস্ট আসে। পরে মেসেঞ্জার থেকে নমস্কার দেওয়া হয়। ফোন নম্বর চাওয়া হয়।"
তিনি আরও বলেন, "মেসেজ দিয়ে বলেন আমার এক সি আর পি এফ অফিসার বন্ধু আছেন। তার কিছু হাউস হোল্ড ফার্নিচার আছে। ব্যাপারটা আপনি দেখতে পারেন। সেই সঙ্গে ফার্নিচারের কিছু ছবি পাঠানো হয়। তারপর অ্যাডভান্সের কথা বলেন তিনি। আমি টাকার পরিমাণ কত জিজ্ঞাসা করতে ২০ হাজার টাকার কথা জানানো হয়। আমি ১০ হাজার টাকা পাঠাই। চালানও পাঠানো হয়। কিন্ত ফের ১০ হাজার টাকা চাওয়া হয়। এই সময় আমি তার সঙ্গে কথা বলতে চাই। তিনি জানান মিটিংয়ে আছি। আপনি টাকা দিয়ে দিন। এরপর কয়েকটা কথা বলতেই বুঝতে পারি আমি প্রতারিত হয়ে গিয়েছি। আমি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছি।'
আরও পড়ুন- West Bengal News Live Updates:নাগাড়ে বৃষ্টির জের, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ
এদিকে এই প্রসঙ্গে সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরী বলেন, "আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারি ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে। তার মাধ্যমে বিভিন্ন ভাবে টাকা চাওয়া হচ্ছে। বা কোনও ফার্নিচার বিক্রি করতে চাইছে সেই ব্যক্তি। তার বিনিময়ে টাকা চাইছে। কেউ এই ফাঁদে পড়বেন না। যেখানে আপনারা তাদের এই রিকোয়েস্ট পাবেন সেখানে আপনাদের নম্বর তাদের সঙ্গে শেয়ার করবেন না। ভুল করে শেয়ার করলেও সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়ে প্রোফাইলের নামে রিপোর্ট করবেন। ব্লক করবেন। আর প্রতারণা করা লোকজনের সঙ্গে আর্থিক কোনও লেনদেন করবেন না। আমি পুলিশকে জানিয়েছি।"
আরও পড়ুন-Sealdah station:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের! যাত্রী-স্বার্থে এমন বেনজির তৎপরতার ঢালাও প্রশংসা
তিনি আরও বলেন, "বিখ্যাত মানুষদের প্রোফাইল ব্যবহার করলে বিশ্বাসযোগ্য হয়। এই কাজটি প্রতারকরা করছে। আপনারা এই ক্ষেত্রে প্রোফাইল দেখবেন। খুঁটিয়ে দেখবেন তাতে বুঝতে পারবেন ফেক আছে। ভাববেন কেন অন্য অফিসারের কাছ থেকে ফার্নিচার কেনার কথা বলবেন বা টাকা দেওয়ার জন্য বলবে। ভেরিফাই করবেন। ক্রস চেক করবেন। কোনও লেনদেন করার আগে এই ফাঁদে পা দেবেন না।'
আরও পড়ুন-Kolkata weather forecast:কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা, অগাস্টের শুরুতেই চার-ছক্কা হাঁকাতে তৈরি বর্ষা