Sealdah station-train operation: শিয়ালদহ স্টেশন দেশের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন। প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী এই স্টেশনের উপর নির্ভর করেন। গড়ে ৯১৫টি লোকাল ট্রেন প্রতিদিন এই ডিভিশনের মধ্যে চলাচল করে। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে প্রচুর যাত্রী চাপের কারণে স্টেশন চত্বর এবং কনকোর্স এলাকায় যাত্রীদের চলাচলে অসুবিধা হয়।
সেই কারণেই যাত্রীদের সুবিধা, ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রেন চলাচলকে আরও মসৃণ করার জন্য শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে এবার থেকে বিভিন্ন সেকশনের ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ করা হয়েছে। এর ফলে যাত্রীদের চলাচল সহজ হবে, ভিড় কমবে এবং ক্রস মুভমেন্ট এড়ানো সম্ভব হবে।
নতুন প্ল্যাটফর্ম বিন্যাস নিম্নরূপ:
১. প্ল্যাটফর্ম ১ থেকে ৫ – মূল লাইনের ট্রেন যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নাইহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর।
২. প্ল্যাটফর্ম ৫ থেকে ৮ – সিসিআর সেকশন, অর্থাৎ ডানকুনি ও বারুইপাড়া গামী ট্রেন।
৩. প্ল্যাটফর্ম ৬ থেকে ১০ – সেন্ট্রাল সেকশনের ট্রেন যেমন বনগাঁ, বারাসত, হাবরা, দত্তপুকুর, গোবিন্দগঞ্জ, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম।
আরও পড়ুন- Kolkata weather forecast:কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা, অগাস্টের শুরুতেই চার-ছক্কা হাঁকাতে তৈরি বর্ষা
৪. প্ল্যাটফর্ম ৯ ও ১১ থেকে ১৪ – মেইল ও এক্সপ্রেস ট্রেন।
৫. প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১ – শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন।
আরও পড়ুন- Dam Crack: বাংলার বিখ্যাত ব্যারেজে ফাটল-ধ্বস, সীমাহীন চিন্তায় প্রশাসন!
রেলের দাবি, নির্দিষ্ট সেকশনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম চালু হলে যাত্রীদের চলাচল আরও সুরক্ষিত ও সহজ হবে। ভিড় কমার পাশাপাশি ট্রেন চলাচলও আরও সময়নিষ্ঠ ও নিরবচ্ছিন্ন হবে। ফলে ট্রেন দেরি বা বাতিল হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে।
রেল মন্ত্রক আশাবাদী, যে এই নতুন প্ল্যাটফর্ম বিন্যাস যাত্রী পরিষেবার মান বাড়ানোর পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আরও পড়ুন- Purba Bardhaman News:টিনের ট্রাঙ্ক খুলতেই বেরিয়ে এল 'রাজকুমার', ঘটনা প্রকাশ্যে আসতেই চর্চা সীমা ছাড়িয়েছে