/indian-express-bangla/media/media_files/1Poyzzfm7riZXR08tMwk.jpg)
Firhad Hakim: ফিরহাদ হাকিম।
Firhad Hakim: সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) একটি মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়েছে। উপনির্বাচনের প্রচারে সন্দেশখালির (Sandeshkhali) BJP নেত্রী রেখা পাত্রকে (Rekha Patra) কটাক্ষ করেছিলেন। 'হেরো ভূত, হেরো মাল', বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তুমুল প্রতিবাদ দেখায় বঙ্গ BJP। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সোচ্চার হোন। এমনকী জাতীয় মহিলা কমিশনও বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা নেয়। অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। শেষমেষ নিজের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিলেন ফিরহাদ।
কী বলেছেন ফিরহাদ হাকিম?
"নারীদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মাল, এসব কথাগুলো আমি BJP-কে বলেছি। তবুও কারও মনে কোনও দুঃখ লাগলে আমি দুঃখিত। মহিলাদের অপমান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, নাতনি সবাই নারী। কাউকে অসম্মান করার জন্য কিছু বলিনি।"
আরও পড়ুন- Kolkata Metro: ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, শিকেয় পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা
এর আগে উপনির্বাচনের প্রচারে গিয়ে কী বলেছিলেন?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও-য় ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, "কয়েকদিন আগে এখানে এসেছিলেন দাড়িওয়ালা। আরে নামটা বলেন না দাড়িওয়ালার...নামটা হল নরেন্দ্র মোদী। কাঁদছিলেন...মেরে সন্দেশখালিকে মা...বেহেন.... সে কি কান্না রে বাবা! আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালি থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এইতো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গেল। হেরো মাল। কয়েক লাখ ভোটে হেরে গেল।"
আরও পড়ুন- Success Story: দুরন্ত প্রতিভায় শ্রেষ্ঠত্বের শিখরে বাংলার তরুণ! অভূতপূর্ব কীর্তির ভূয়সী প্রশংসা