Advertisment

Success Story: দুরন্ত প্রতিভায় শ্রেষ্ঠত্বের শিখরে বাংলার তরুণ! অভূতপূর্ব কীর্তির ভূয়সী প্রশংসা

Success Story: ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি বিশেষ এই ইভেন্টের প্রতি ঝোঁক ছিল তরুণের। তরুণের নজরকাড়া সাফল্যে তাঁর পরিবারের সদস্যরা তো বটেই আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসীরাও।

author-image
Madhumita Dey
New Update
Malda's Debraj Mallick's name is in India Book of Records: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম দেবরাজ মল্লিকের

দেবরাজ মল্লিক।

Malda's Debraj Mallick's name is in India Book of Records: তাকলাগানো প্রতিভায় 'সেরার সেরা'র শিরোপা ঝুলিতে পুরেছে মালদার এই তরুণ। মেসি ও মারাদোনা তাঁর কাছে ফুটবলের ঈশ্বর। ফুটবলের জাগলিংয়ে তাবড় খেলোয়ারদের নজর কেড়ে নিয়েছে মালদার ছাত্র দেবরাজ মল্লিক। এক মিনিটে ১৮৭ বার পায়ে ফুটবল নাচিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলেছেন মালদার ইংরেজবাজারের মকদমপুরের ছাত্র দেবরাজ মল্লিক।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবরাজ মল্লিক। ছোট থেকেই ফুটবলের প্রতি তাঁর আসক্তি রয়েছে। স্কুল হোক অথবা ক্লাবের ফুটবল টুর্নামেন্ট... সহজেই ডাক পড়ে দেবরাজের। পড়াশোনার ফাঁকেই ফুটবলই যেন তার কাছে ধ্যানজ্ঞান। দেবরাজের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন মালদার বিশিষ্ট প্রবীণ ফুটবল খেলোয়ারেরা।

দেবরাজের বাবা লবকুমার মল্লিক বলেন, "ছেলের এই সাফল্যে আমরা গর্বিত। আগামী দিনে আমার ছেলের পাশে স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার ছেলে হয়তো আরও অনেক দূর এগোতে পারবে।" 

আরও পড়ুন- Small Business: সামান্য পুঁজিতেই ব্যবসা, অল্প দিনেই টানটান রোজগার! প্রৌঢ়ের বেনজির সাফল্যে অনুপ্রাণিত বহু বেকার

আরও পড়ুন- Abhishek Banerjee: পাখির চোখ ২০২৬! তৃণমূলে খোলনলচে বদল চান অভিষেক, প্রস্তাব পাঠিয়েছেন দলনেত্রীকে

দেবরাজ মল্লিক জানিয়েছেন, এর আগে কেরলের এক যুবক এক মিনিটে ১৮২ বার পায়ে ফুটবল নাচানোর খেতাব অর্জন করেছিলেন। তাঁকে ছাপিয়ে এবার তিনিই এক মিনিটে ১৮৭ বার পায়ে ফুটবল নাচিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: কবে থেকে বঙ্গে শীত? কী বলছে হাওয়া অফিস? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

দেবরাজের কথায়, "গত অক্টোবরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অনলাইনে আবেদন করেছিলাম। সেই আবেদনে সাড়া দিয়ে আমাকে দিল্লি যেতে হয়েছিল। সেখানেই একটি কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই জাগলিং করে দেখানো হয়। তারপরে এই খেতাব অর্জন করি। আগামী দিনে গিনিস বুক অব রেকর্ডসে নাম তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।"

Football Malda Maldah india book of records
Advertisment