Advertisment

Bangla Awas Yojana: আবাস যোজনার টাকা ঢুকতে পারে কবে? রাজমিস্ত্রি-বিল্ডার্সের দোকানে কথা বলে রেখেছেন তো...

Awas Yojana: গরিব ও প্রান্তিক শ্রেণির মানুষদের পাকা বাড়ি বানানোর জন্য আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। সেই প্রকল্পেরই প্রথম কিস্তির টাকা ঢোকার দিনক্ষণ নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangla Awas Yojana Mamata Banerjee: বাংলা আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায়

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে কবে?

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana)-এর প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা এবার সময়ের অপেক্ষা মাত্র। সবকিছু ঠিকঠাক চললে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সামনের মাসেই ঢুকে যেতে পারে। বিভিন্ন সূত্র মারফত এমনই খবর মিলেছে। বাংলা আবাস যোজনার আওতায় পাকা বাড়ি বানাতে রাজ্যের ১২ লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেবে সরকার।

Advertisment

রাজ্যের গরিব এবং প্রান্তিক মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দিতে নজিরবিহীন পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার আওতায় গরিব পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের পাকা বাড়ি তৈরির করে দেওয়ার আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই মতো প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে শুরু হয়ে যায় সমীক্ষার কাজ। এবার রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার। এর আগের রাজ্যের ১১.৩২ লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরও বাড়ানো হয় উপভোক্তার সংখ্যা। 

আরও পড়ুন- West Bengal News Live: অভিষেক-কন্যাকে কুরুচিকর মন্তব্য নিয়ে মামলা, CBI নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোর মুকুটে সোনার পালক! বাম্পার উদ্যোগে টেক্কা এবার লন্ডন, মিউনিখ, মস্কোকেও

সমাজের আরও পিছিয়ে পড়া শ্রেণীর গরিব মানুষকে এই প্রকল্পের আওতায় আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো এবার ১২ লক্ষ গরিব পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। সব কিছু ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে।

আরও পড়ুন- Eastern Railway: রেলের এই দুরন্ত সার্ভিস লুফে নিচ্ছেন যাত্রীরা! বাম্পার উদ্যোগের ব্যাপারে আপনি জানেন?

Bengali News Bangla Awas Yojana CM Mamata banerjee Bengali News Today West Bengal News
Advertisment