Advertisment

Snowfall in Darjeeling: আনন্দে লুটোপুটি অবস্থা পর্যটকদের! নভেম্বরেই তুষারপাত দার্জিলিঙে, বরফে ঢাকল সান্দাকফু

Snowfall in Darjeeling: নভেম্বর মাসেই দার্জিলিঙে তুষারপাত। স্বাভাবিকভাবেই দারুণ খুশি পর্যটকরা। সেই সঙ্গে এলাকার পর্যটন ব্যবসায়ীরাও খুশিতে ডগমগ।

author-image
IE Bangla Web Desk
New Update
First snowfall of the season at Sandakphu in Darjeeling: সান্দাকফুতে তুষারপাত

সান্দাকফুতে তুষারপাত। এক্সপ্রেস ফটো।

First snowfall of the season at Sandakphu in Darjeeling: এটাই চলতি শীতের মরশুমে প্রথম তুষারপাত দার্জিলিঙে (Darjeeling)। এককথায় পাহাড় নগরীতে বেড়াতে আসা পর্যটকদের আনন্দে লুটোপুটি হওয়ার অবস্থা। নভেম্বর মাসেই দার্জিলিঙে তুষারপাত হতে দেখা যায় না। তবে এবার নভেম্বরেই তুষারপাত দেখতে পাওয়ায় পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা দারুণ খুশি। সেই সঙ্গে খুশি এলাকার পর্যটন ব্যবসায়ীরাও। নভেম্বর মাসেই তুষারপাত শুরু হয়ে যাওয়ায় দার্জিলিঙের অন্যত্রও এবার বেশি মাত্রায় তুষারপাত শীঘ্রই দেখা যাবে বলে আশাবাদী অনেকে।  

Advertisment

দার্জিলিংয়ের সান্দাকফুতে (Sandakphu) মরশুমের প্রথম তুষারপাত। মোটামুটি ডিসেম্বর মাসের আগে দার্জিলিঙে খুব একটা তুষারপাতের দেখা মেলে না। এবার নভেম্বরেই মরশুমের প্রথম তুষারপাত দেখল দার্জিলিংয়ের সান্দাকফু। সান্দাকফুর পাহাড়ি পথে তুষারপাত দারুণভাবে উপভোগ করেছেন পর্যটকরা। নভেম্বর মাসেই যে এমন অনাবিল আনন্দের স্বাদ মিলবে তা কল্পনাও করেননি তাঁরা। 

এদিকে নভেম্বর মাসেই তুষারপাত হওয়ায় দারুণ আনন্দে রয়েছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরাও। তাঁদের আশা, এমনিতেই বছরের এই সময়ে সান্দাকফুতে ঢল নামে পর্যটকদের। তবে এবার নভেম্বর মাস থেকেই তুষারপাত শুরু হয়ে যাওয়ায় সেই ভিড় আরও বিপুলভাবে বাড়তে পারে বলে তারা আশা করছেন। শুধু সান্দাকফুই নয় দার্জিলিংয়ের অন্যান্য অংশেও এবার তুষারপাত আগে থেকেই শুরু হয়ে যেতে পারে ধারণা অনেকের। সেক্ষেত্রে পর্যটকদের ভিড়ও দারুণভাবে বাড়তে পারে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- WB By Election ECI Result Live: রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনের ফল, পোস্টার ব্যালট গণনায় ৩ কেন্দ্রে এগিয়ে তৃণমূল

আরও পড়ুন- West Bengal News: পায়ে ছোবল দিতেই সাপের গলা টিপে ধরে যুবক, পরের কাহিনী জানলে গায়ে কাঁটা দেবে!

নভেম্বর মাস থেকে মোটামুটি ভালো রকম ঠান্ডার মেজাজ পাহাড়নগরী দার্জিলিঙে। শৈলশহরের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার আশপাশে ঘোরাফেরা করছিল। এবার সান্দাকফুতে তুষারপাত হলেও দার্জিলিঙের অন্য কোথাও এখনও তুষারপাত হয়নি। তবে এবার নভেম্বর মাস থেকেই সান্দাকফুতে তুষারপাত শুরু হওয়ায় দার্জিলিঙের অন্যত্রও শীঘ্রই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- Kaliachak Incident: রিলস বানাতে গিয়ে মুহূর্তের অসতর্কতা! ভুলের মাশুল জীবন দিয়ে চোকাল কিশোর

Snowfall darjeeling Sandakphu
Advertisment