Accident: গুজরাতে বেড়াতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, বেঘোরে প্রাণ খোয়ালেন বাংলার ৫ পর্যটক

Road Accident: গুজরাতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার পাঁচ পর্যটকের। ভয়াবহ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Road Accident: প্রতীকী ছবি।

Five tourists from west bengal died in a road accident while visiting Gujarat: গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে বেরিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার ৫ পর্যটকের। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আও ৪ জন। মৃতদের মধ্যে ৪ জন বর্ধমান শহরের এবং একজন আসানসোলের বাসিন্দা। বর্ধমান শহরের ৪ মৃতের মধ্যে একই পরিবারের ৩ সদস্য রয়েছেন। এঁরা ছাড়াও আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি গুজরাত নিবাসী পর্যটকদের গাড়ির চালক। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের সুরেন্দ্রনগর জেলার ছুদা থানার অন্তর্গত নভীমোরওয়াড গ্রামের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। একটি ডাম্পার পর্যটকদের গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মারা যান দুই মহিলা সহ ৫ জন। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বর্ধমানের শ্যামলাল ও বাদশাহী রোড এলাকা থেকে ৯ জন গত ১০ ফেব্রুয়ারি গুজরাতে গিয়েছিলেন। দুর্ঘটনায় মৃত দেবব্রত মুখোপাধ্যায়, রীতা মুখোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায় একই পরিবারের। তাঁদের বাড়ি বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাদশাহীরোড রবীন্দ্রকানন এলাকায়। দুর্ঘটনায় অপর মৃত অনিকেত তায়ের বাড়ি ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামলাল এলাকায় এবং শুক্লা চ্যাটার্জীর বাড়ি আসানসোল কোর্ট মোড়ে। বাকি আহতদের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে।

আরও পড়ুন- West Bengal News Live:সপ্তাহের শুরুতেই কলকাতায় মর্মান্তিক কাণ্ড! জোড়া দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার

Advertisment

বর্ধমানের বাদশাহীরোড রবীন্দ্রকাননের বাসিন্দা দেবব্রত মুখোপাধ্যায়ের প্রতিবেশী সোমেশ্বর চৌধুরী বলেন, "আমরা খবর পেয়েছিলাম যে বাংলার একটি পর্যটকদের গাড়ি দুর্ঘটনায় পড়েছে। কিন্তু তখনও জানতাম না এটা বর্ধমানের গাড়ি। তিনি দেবব্রত মুখোপাধ্যায়। স্কুলের শিক্ষক ছিলেন তিনি। মাসখানেক হল তিনি অবসর নিয়েছেন। তাঁর ছেলে ঋতব্রত কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ছিল।"

আরও পড়ুন- Mamata Banerjee: বেতন বাড়ছে ডাক্তারদের, মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড চিকিৎসকদের নিয়েও বড় ঘোষণা

অন্যদিকে, বর্ধমান শহরের শ্যামলালের বাসিন্দা মৃত অনিকেত তায়ের প্রতিবেশী অভিজিৎ রজক বলেন, "অনিকেত মারা গেছে দুর্ঘটনায়, এটুকু জানতে পেরেছি। বাকিরা কেমন আছে সে খবর পাচ্ছি না। অনিকেতের বছর খানেক আগে বিয়ে হয়।"

আরও পড়ুন- Accident: মাঝরাতে ফলো করে 'মদ্যপ' যুবকদের বেপরোয়া ধাওয়া, গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু তরুণীর

gujrat Road Accident Bengali News Today Death Purba Bardhaman Tourist Death news in west bengal news of west bengal