Urjit Patel: IMF-এর নির্বাহী পরিচালক হলেন RBI-র প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল

IMF Executive Director: এর আগে একের পর এক গুরুদায়িত্ব সামলেছেন উর্জিত প্যাটেল। এবার আন্তর্জাতিকস্তরেও বিরাট দায়িত্বে নিযুক্ত করা হল তাঁকে।

IMF Executive Director: এর আগে একের পর এক গুরুদায়িত্ব সামলেছেন উর্জিত প্যাটেল। এবার আন্তর্জাতিকস্তরেও বিরাট দায়িত্বে নিযুক্ত করা হল তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Urjit Patel,  IMF Executive Director,  three-year term,  former RBI governor,  appointed today,  Krishnamurthy Subramanian,  India representation at IMF,উর্জিত প্যাটেল , আইএমএফ নির্বাহী পরিচালক,  তিন বছরের মেয়াদ  ,প্রাক্তন RBI গভর্নর,  নিয়োগ আজ,  কৃষ্ণমুর্তি উপ্রামণিয়াম,  ভারতের প্রতিনিধিত্ব IMF-এ

IMF Executive Director: রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল।

IMF Executive Director:একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Advertisment

কর্মী মন্ত্রণালয়, ২৮ আগস্ট তারিখের তার আদেশে জানিয়েছে যে, উর্জিত প্যাটেলকে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। প্যাটেলের বহুপাক্ষিক প্রতিষ্ঠান, আমলাতন্ত্র, কেন্দ্রীয় ব্যাংক, বৈশ্বিক পরামর্শদাতা সংস্থা এবং এমনকী বেসরকারি সংস্থাতেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে আমেরিকা, ভারত, বাহামা এবং মায়ানমারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) দায়িত্ব পালন করেছেন।

প্যাটেল ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ২৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে তিনি পদ থেকে পদত্যাগ করেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: চিৎকারে ছুটে গিয়েছিলেন স্বামী, কলকাতার নাকের ডগায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারে উত্তেজনা

২০১৮ সালের ১০ ডিসেম্বর পদত্যাগের মাত্র একদিন পরই তার মেয়াদ শেষ হয়ে যায়, যার ফলে ১৯৯০ সালের পর তিনিই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। RBI এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের মধ্যে দীর্ঘ জনমত বিরোধের পর তার পদত্যাগপত্র জমা পড়ে।

আরও পড়ুন-Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর! অভূতপূর্ব তৎপরতার ভূয়সী প্রশংসা

যদিও বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব নেওয়ার জন্য মনোনীত করেছিলেন, তার নিয়োগের দুই মাসের মধ্যেই, প্যাটেল প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হন মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে। তারই আমলে GST কার্যকরের মতো বৈপ্লবিক সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

আরও পড়ুন-Kolkata weather Today:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা?

পরবর্তী সময়ে অর্থ মন্ত্রকের ৩.৬ লক্ষ কোটি টাকার উদ্বৃত্ত, যা কেন্দ্রীয় ব্যাংকের মোট ৯.৫৯ লক্ষ কোটি টাকার রিজার্ভের এক তৃতীয়াংশেরও বেশি, সরকারকে হস্তান্তর করার প্রস্তাবকে কেন্দ্র করে আরবিআই-সরকারের মধ্যে অচলাবস্থা তৈরি হয়।

Bengali News Today Urjit Patel imf