SSC Verdict News: কলকাতার কসবা-সহ রাজ্যের একাধিক প্রান্তে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি সক্রিয়তা নিয়ে এবার সরব শাসকদলেরই এক সাংসদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ এই তারকা সংসদ এবার পুলিশকে আরও বেশি সংবেদনশীল হতে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদেরও বেশ কিছু পরামর্শ দিয়েছেন এই তরুণ তৃণমূল সাংসদ।
SSC নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের জেরে এই রাজ্যের প্রায় ২৬ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরিহারা হয়েছেন। তারই প্রতিবাদে গত কয়েকদিন ধরেই কলকাতা সহ জেলায়-জেলায় চলছে তুমুল প্রতিবাদ-আন্দোলন।
কলকাতা সহ একাধিক জেলায় চাকরিহারাদের বিক্ষোভ দমন করতে পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। কসবায় চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ দমন করতে গিয়ে পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, লাথি মারার ঘটনা এখনও রীতিমতো চর্চায়। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের এই আচরণ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছে।
আরও পড়ুন- West Bengal News Live: মোথাবাড়িতে শুভেন্দু, NIA-CBI তদন্তের দাবিতে সোচ্চার বিরোধী দলনেতা
এবার চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি এই সক্রিয়তা নিয়ে সোচ্চার হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, "শিক্ষকদের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। এটা হওয়া উচিত নয়। যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। যাদের রুজি-রুটি চলে গেছে, যারা যোগ্য, যাদের নানা রাজনীতির জন্য সমস্যায় পড়তে হচ্ছে, তাঁদের সঙ্গে আরও সংবেদনশীল আচরণ করা উচিত।"
আরও পড়ুন- SSC Recruitment Case: 'একদিন জেলে যেতেই হবে', SSC-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলীপের!
সায়নী আরও বলেন, "তবে শিক্ষকদেরও আরও একটু ধৈর্য্য ধরতে হবে। তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে আইন হাতে তুলে না নেয়। সেদিনের ঘটনায় (কসবায় DI অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠি) পুলিশকেও মারধর করা হয়েছে সেটাও যেমন কাম্য নয়, তেমনই পুলিশকেও আরও সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি দেখতে হবে। SSC-র যারা যোগ্য তারা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে। মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আমি বিশ্বাস করি।"
আরও পড়ুন- Sundarbans: প্রাণের ঝুঁকি এড়িয়েই মধু সংগ্রহ, সুন্দরবনের গভীর জঙ্গলে মৌলেরা