Advertisment

Kolkata Metro: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো ছুটবে কবে? পাতালপথে দুরন্ত পরিষেবার টাটকা আপডেট জানুন

Metro Railway, Kolkata: বউবাজারে পরপর ধসের জেরে বারবার মেট্রোর কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে গত কয়েকমাসে দুরন্ত গতিতে এগিয়েছে কাজ।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
Kolkata Metro,Metro Rail,কলকাতা মেট্রো, মেট্রোরেল

Kolkata Metro: সুড়ঙ্গ পরিদর্শনে মেট্রোরেলের শীর্ষকর্তারা।

Kolkata Metro: পাতালপথে জুড়তে চলেছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলছে। শিয়ালদহ পর্যন্ত পাতালপথে সুড়ঙ্গ তৈরির কাজ বেশ কিছুদিন ধরে আটকে ছিল। বউবাজারের একাধিক এলাকায় পরপর ধস ভীষণ বাধা এনেছে এই কাজে। তবে আধুনিক ব্যাপক সব প্রযুক্তির ব্যবহারে গত কয়েক মাসের টানা পরিশ্রমে শেষমেষ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে সুড়ঙ্গ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার লাইন পাতার কাজ চলবে।

Advertisment

শিয়ালদহ থেকে সোজা এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেলের কাজ কবে শেষ হবে তা নিয়ে কৌতূহল বহুদিনের। বারবার এই কাজে বাধা এসেছে। ভূগর্ভে সুড়ঙ্গ তৈরির কাজ চালাতে গিয়ে বারবার বউবাজারের কাছে একের পর এক বিপর্যয় মেট্রোকে এই কাজে ভীষণ সমস্যার মুখে ফেলেছে। তবে গত কয়েক মাস ধরে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে অবশেষে সুড়ঙ্গ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।

মঙ্গলবার মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি-সহ KMRCL-এর অন্য আধিকারিকরা এসপ্লযানেড থেকে শিয়ালদহের মধ্যে টানেলের কাজ পায়ে হেঁটে পরিদর্শন করেছেন। বউবাজারে পূর্ব-গামী এবং পশ্চিম-গামী টানেলের ক্ষতিগ্রস্ত অঞ্চলের টানেল রিট্রোফিটিং কাজের অগ্রগতি এবং চলমান ট্র্যাক ওয়ার্ক এবং অন্যান্য সিস্টেম কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য উভয় টানেলের একটি বিস্তৃত এলাকা পরিদর্শন করেছেন মেট্রোর কর্তারা। 

আরও পড়ুন- Eastern Railway: আরও কমবে যাতায়াতের সময়, সফরও দুরন্ত আরামের! নিত্যযাত্রীদের স্বার্থে অভূতপূর্ব বন্দোবস্ত রেলের

আরও পড়ুন- Naihati: ফেরিঘাট 'বড়মা'র নামে, নৈহাটির আইনশৃঙ্খলা রক্ষায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- Eastern Railway: আরও কমবে যাতায়াতের সময়, সফরও দুরন্ত আরামের! নিত্যযাত্রীদের স্বার্থে অভূতপূর্ব বন্দোবস্ত রেলের

শিয়ালদহ-এসপ্ল্যানেড সেকশনের কাজ সময়মতো শেষ হলে এবং পুরো গ্রিন লাইনটি চালু হলে যাত্রীদের জন্য বিরাঠ সুবিধা বয়ে আনবে। এই প্রক্লপটির বাস্তবায়ন হলে যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। অনেকের দৈনন্দিন জীবনযাত্রার মানও উন্নত হবে।

Metro east-west metro kolkata metro Bangla News Bengali News Bengali News Today
Advertisment