Burdwan Incident: ফের গণধর্ষণের অভিযোগ! এবার ঘটনাস্থল শহর বর্ধমান। বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। তাঁকে মারধর এমনকী মাদক খাওয়ার জন্যেও অভিযুক্তরা জোর করে বলে দাবি তাঁর। কালীপুজোর আবহে বর্ধমান শহরে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজার দাবি নির্যাতিতার পরিবারের।
পুলিশ জানিয়েছে, ধৃত শেখ সোলেমান ওরফে সোহেল, রোহিত মির্জা, শেখ সিরাজ, শেখ আসগর ওরফে মনু ও মহম্মদ আরিফ। এঁরা বর্ধমানের বিজয়রামের ক্যানেলপাড়, মসজিদতলা, হটুদেওয়ান পীরতলা ও শোলাপুর এলাকার বাসিন্দা। পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির নির্যাতিতার বাড়ি বর্ধমান থানা এলাকায়। তিনি তাঁর বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বেরিয়েছিলেন। রাত সাড়ে ৮টা–৯টা নাগাদ বাড়ি ফেরার সময় আচমকা পাঁচ যুবক তাঁদের সামনে হাজির হয়। যুবকরা জোর করে তাঁদের পথ আটকায়। টাকারও দাবি করে। তা দিতে রাজি না হলে জোর করে নির্যাতিতার কাছে থাকা বেশ কিছু টাকা তারা কেড়ে নেয়। তরুণীর বন্ধুর ফোনও তারা কেড়ে নেয়। এরপরেই যুবকদের একজন জোর করে তরুণীকে রাস্তার পাশে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায়।
আরও পড়ুন- Kali Puja 2024: যতবার মন্দিরের দরজা লাগানো হয়, ততবারই ভেঙে যায়, ডাকাত কালীবাড়ির গা ছমছমে ইতিহাস!
ওই সময় অপর দু’জন যুবতীর বন্ধুকে জোর করে আটকে রাখে। এরপর সোলেমান তরুমীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার দুই সঙ্গীও তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে বাকিরাও ওই তরুণীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। তাঁকে মাদক খাওয়ার জন্য জোরাজুরি করা হয়। পরে সেখান থেকে কোনওভাবে ওই তরুণী তাঁর বন্ধুর সঙ্গে টোটোয় চেপে পালিয়ে যান। ওই রাতেই গোটা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা ও ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁর বন্ধুর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।
আরও পড়ুন- Kali Puja Weather: বেলা গড়ালেই ম্যাজিকের মতো বদল আবহাওয়ায়? কালীপুজোয় বিকেল থেকেই ঝেঁপে বৃষ্টি?