Advertisment

Goddess Durga's jewels looted: নবমীর রাতে দুঃসাহসিক চুরি, দেবী দুর্গার ৭০-৮০ লক্ষ টাকার গয়না লুঠ কেতুগ্রামে

Goddess Durga's jewels looted: দুঃসাহসিক এই চুরির তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চুরির তদন্ত শুরু।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Goddess Durga's jewels looted,purba bardhaman, ketugram,burdwan news, দেবী দুর্গার গয়না লুঠ, পূর্ব বর্ধমান,কেতুগ্রাম

চুরির মুহূর্ত। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি।

Goddess Durga's jewels looted: দেবী দুর্গার গয়না চুরি। নবমীর গভীর রাতে বনেদি বাড়ির দুর্গা মন্দিরে হানা দিয়ে দেবীর পরণে থাকা প্রায় ৭০- ৮০ লক্ষ টাকার মূল্যবান সমস্ত অলংকার খুলে নিয়ে পালাল এক দুস্কৃতী। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামে। খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ মন্দিরে চুরির ঘটনার তদন্তে আসে। পুলিশ মন্দিরের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে। চুরি কাণ্ডে জড়িত দুস্কৃতীর ছবি সেই ফুটেজেই ধরা পড়েছে। পুলিশ হন্যে হয়ে এখন ওই দুস্কৃতীর খোঁজ চালাচ্ছে। 

Advertisment

কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরের প্রাচীন। পরিবার সদস্যদের কথা অনুযায়ী, তৎকালীন বর্ধমানের রাজা দেবীদুর্গার মন্দির নির্মান ও পূজা পরিচালনার জন্য চট্টোপাধ্যায় পরিবারকে বেশ কিছু জমি দান করে যান। সেই জমিতে চাষবাস করে যে উপার্জন হয় তা দিয়েই দেবীর বাৎসরিক পূজো থেকে শুরু করে নিত্যসেবার খরচ সবই সম্পন্ন হয়। দেবীর পূজা পরিচালনার জন্য পরিবারের সদস্যদের নিয়ে একটি ট্রাস্টি গঠন করা হয়েছে । 

ট্রাস্টির সম্পাদক অরূপ কুমার শনিবার বলেন, “এবছর আমরা কেউ মন্দির পাহারায় ছিলাম না। কারণ শাস্ত্র অনুযায়ী এবারে রাতেই যাবতীয় পূজানুষ্ঠান হয়েছে। তাই সকলকে প্রায় সারারাতই জাগতে হয়েছে। পুজোর পর সকলে নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যাই। এদিন ভোরে মন্দিরে এসে দেখি মন্দিরের সামনের গেটের তালা অক্ষত থাকলেও মন্দিরের পাশের একটা গেটের তালা ভাঙা। তারপর মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পাই দুর্গা মা সহ সকল দেবদেবীর পরণে থাকা সমস্ত গয়না চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে যাওয়া গয়নার আনুমানিক মূল্য ৭০-৮০ লক্ষ টাকা।"

আরও পড়ুন- Bankura Medical College: সরকারি হাসপাতালে ছাত্রী হস্টেলের শৌচালয়ে যুবক, নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন

আরও পড়ুন- Purnima Kandu:নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর 'রহস্যমৃত্যু'! দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত

এদিকে দেবী পক্ষের মধ্যেই দুর্গা মন্দিরে থাকা দেব দেবীর সমস্ত গয়না চুরি হয়ে যাওনা নিয়ে চট্টোপাধ্যায় পরিবারের পাশাপাশি পাঁচুন্দি গ্রামেও হুলস্থুল পড়ে যায়। খবর দেওয়া হর কেতুগ্রাম থানায়। পুলিশ চুরির ঘটনার তদন্তে এসে মন্দিরে থাকা সিসিটিভির ফুটেজে ধরা পড়া সমস্ত ছবি খতিয়ে দেখে। দেব দেবীর পরণে থাকা গয়না এক দুস্কৃতী কীভাবে খুলে নিয়ে পালায় তার সমস্ত কিছু  ওই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। যা দেখে পুলিশেরও চোখ কপালে ওঠে। সিসিটিভির ওই ফুটেজ পুলিশ সংগ্রহ করে। কেতুগ্রাম থানার এক পুলিশ কর্তা বলেন, "সিসিটিভিতে ধরা পড়া দুস্কৃতীর ছবির সূত্র ধরে তাকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।" 

আরও পড়ুন- Durgapuja-RG Kar Protest: মা দুর্গার মূর্তিতেই প্রতিবাদের ভাষা বুনলেন ডাক্তারবাবু! দারুণ চর্চায় বারাসতের এই পুজো

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নবমীর দিন রাত্রি ১২টা ৪৮ মিনিট নাগাদ বারমুডা প্যান্ট ও গোলাপি ফুল হাতা শার্ট পরা এক দুষ্কৃতী মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। দুষ্কৃতী তাঁর মাথা ও নাকের নিচ পর্যন্ত অংশ কাপড় বা গামছার মতো কিছু দিয়ে মুড়িয়ে রেখেছে। ওই দুস্কৃতী তাঁর বাম পা দেবীর পায়ের কাছে রেখে দাঁড়িয়ে একে একে দেবী দুর্গা, লক্ষ্মী,সরস্বতী ও গণেশ সহ সকল দেবদেবীর মুর্তিতে পরিয়ে রাখা সমস্ত গহনা খুলে পকেটস্থ করছে। মন্দিরের পুরোহিতের দাবি, “প্রায় ৪০০ ভরি রুপো এবং প্রায় ২০ ভরি সোনার গয়না দেব দেবীদের পরানো ছিল। সবটাই ওই দুস্কৃতি চুরি করে নিয়ে গেছে।

burdwan Durgapuja Purba Bardhaman
Advertisment