Bankura Medical College Incident: নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এবার বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েদের হোস্টেলের শৌচালয়ে ঢুকে পড়ল এক যুবক। এক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে ঢুকতেই ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি চিৎকার শুরু করলে বাকিরা এসে পড়েন। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে তমুল বিক্ষোভ চলে বাঁকুড়া মেডিক্যালে। অধ্যক্ষকে ঘেরাও করে নিরাপত্তার দাবিতে সোচ্চার হন চিকিৎসক-পড়ুয়ারা।
আরজি কর কাণ্ডের আবহে ফের রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এবার ঘটনাস্থল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। পুজোর ছুটি থাকার জেরে কলেজ হস্টেল প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন পড়ুয়া রয়ে গিয়েছেন হোস্টেলে। এই অবস্থায় গতকাল রাতে হঠাৎই এক যুবক মেয়েদের হোস্টেলের শৌচালয়ের মধ্যে ঢুকে পড়ে।
আবাসিক এক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে ঢুকে ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি চিৎকার শুরু করেন। ওই চিকিৎসকের চিৎকার শুনে বাকিরা ঘটনাস্থলে এসে যান। এরই মধ্যে শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় ওই যুবক। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের তরফে তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। দ্রুত পুলিশ এসে পড়ে ঘটনাস্থলে। শৌচালয়ের দরজা খুলিয়ে এরপর ওই যুবককে আটক করে পুলিশ।
আরও পড়ুন- Durgapuja-RG Kar Protest: মা দুর্গার মূর্তিতেই প্রতিবাদের ভাষা বুনলেন ডাক্তারবাবু! দারুণ চর্চায় বারাসতের এই পুজো
আরও পড়ুন- Purnima Kandu:নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর 'রহস্যমৃত্যু'! দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত
আরও পড়ুন- Durga Puja 2024: খাস কলকাতায় মণ্ডপে ঢুকে দুর্গাপুজো বন্ধ, মূর্তি ভাঙচুরের হুমকি? চাঞ্চল্যকর ভিডিও পোস্ট শুভেন্দুর
চিকিৎসকদের দাবি, 'কুকীর্তি' ঘটাতেই কলেজ হোস্টেলে ঢুকে পড়েছিল ওই যুবক। পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে এই ঘটনার পর শুক্রবার রাতেই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান চিকিৎসক-পডুয়ারা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে চলে স্লোগানিং।