/indian-express-bangla/media/media_files/2025/10/16/kolkata-weather-latest-update-2025-10-16-08-31-52.jpg)
ফের সপ্তাহান্তে বৃষ্টি?বাংলায় জাঁকিয়ে শীত কবে?
Kolkata Weather Today: রাজ্যজুড়ে ইতিমধ্যে বইতে শুরু করেছে শীতের হালকা হাওয়া। সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস, অনেকেই ইতিমধ্যেই বেরিয়ে পড়ছেন হালকা চাদর বা ওড়না জড়িয়ে। কবে জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে? বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর কাছে কেন প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা?
কলকাতা ও দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ ধরা পড়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শীতের আগমন ঘটেনি বঙ্গে, সকালবেলায় ঠান্ডা হাওয়ার স্পর্শে শহরবাসী ইতিমধ্যেই টের পাচ্ছে শীতের আভাস। প্রশ্ন উঠছে — কবে নামবে পারদ? জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবে বঙ্গবাসী?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ-পশ্চিম দিকের আর্দ্র বায়ু উত্তর দিকের ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে আবহাওয়ায় পরিবর্তন আনবে। এর ফলেই সপ্তাহান্তে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে।
আরও পড়ুন- ভবানীপুর কেন্দ্রেই 'বহিরাগত' ইস্যুতে উদ্বেগ প্রকাশ মমতার, পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু
উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার ও আবহাওয়া থাকবে শুষ্ক। যদিও শীত এখনই জাঁকিয়ে পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।
দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে, তবে বড় কোনও পরিবর্তন নেই। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, কিন্তু তা অস্বস্তির কারণ হবে না।
শীতের ছোঁয়া পশ্চিমের জেলাগুলিতে
আবহাওয়া দফতর জানিয়েছে,পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার প্রভাব বেশি পড়বে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, রাতের দিকে হালকা শিশির পড়া ও সকালবেলায় সামান্য কুয়াশার দেখা মিলতে পারে। ফলে সকাল সকাল হালকা ঠান্ডা অনুভব করা যাবে।
আরও পড়ুন- মোদীকে নিয়ে 'বিস্ফোরক' দাবি, বিশ্ব কাঁপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প