priyanka Gandhi On pahalgham Attack: 'কেউ কি পদত্যাগ করেছেন? হামলার দায় নিয়েছেন'? সংসদে 'ঝড়' তুললেন প্রিয়াঙ্কা গান্ধী

priyanka Gandhi On pahalgham Attack: মঙ্গলবার লোকসভায় আলোচনার সময় ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে সরকারকে তীব্র নিশানা করেন।

priyanka Gandhi On pahalgham Attack: মঙ্গলবার লোকসভায় আলোচনার সময় ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে সরকারকে তীব্র নিশানা করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Gandhi

'কেউ কি পদত্যাগ করেছেন?হামলার দায় নিয়েছেন? সংসদে 'ঝড়' তুললেন প্রিয়াঙ্কা গান্ধী

priyanka Gandhi On pahalgham Attack: 'কেউ কি পদত্যাগ করেছেন?' রাজনাথ সিং এবং অমিত শাহের 'শেষ কথা' বললেন প্রিয়াঙ্কা গান্ধী

Advertisment

আরও পড়ুন- [পোস্ট অফিসেই বড়সড় প্রতারণার পর্দাফাঁস! CID-র জালে পোস্টাল এজেন্ট]

সংসদের উভয় কক্ষেই অপারেশন সিন্দুরের নিয়ে সরকারকে কোনঠাসা করার চেষ্টা করছে বিরোধী শিবির। মঙ্গলবারলোকসভায় আলোচনার সময় ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে সরকারকে তীব্র নিশানা করেন।

Advertisment

সংসদের উভয় কক্ষেই অপারেশন সিন্দুরের নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার লোকসভায় বিতর্ক চলাকালীন ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি জিজ্ঞাসা করেন যে পহেলগাঁওয়ে ছুটি কাটাতে যাওয়া মানুষদের রক্ষা করার জন্য কেন কোন সেনা সেখানে মোতায়েন ছিল না। সন্ত্রাসী হামলার দায় সম্পর্কে তিনি বলেন, কেন হামলার দায় নিয়ে সরকারের তরফে কেউ পদত্যাগ করেননি? প্রিয়াঙ্কা গান্ধী তাঁর বক্তৃতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন।

আরও পড়ুন- [ 'পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল' , Operation Sindoor নিয়ে সংসদে ভাষণে উল্লেখ মোদীর ]

ওয়ানাডের কংগ্রেস সাংসদ এদিন তাঁর ভাষণে বলেন, ২০০৮ সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল দেশে। তার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। এই সরকারে কেউ কি পদত্যাগ করেছেন? সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান কি পদত্যাগ করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি পদত্যাগ করেছেন? পদত্যাগ তো দূরের কথা, এই হামলার দায়টুকুও কী নিয়েছেন?

কংগ্রেস সাংসদ বলেন, আপনি ইতিহাসের কথা বলেন, আমি বর্তমানের কথা বলব। আপনি ১১ বছর ধরে ক্ষমতায় আছেন। গতকাল আমি দেখছিলাম, যখন গৌরব গগৈ দায়িত্বের কথা বলছেন, রাজনাথ সিং মাথা নাড়ছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হাসছেন। তিনি গতকাল বলেছিলেন যে মুম্বই হামলার পর মনমোহন সিং সরকার কিছুই করেনি। ঘটনাটি যখন চলছিল, তখন তিনজন জঙ্গি নিহত হয়েছিল এবং একজন যাকে ধরা হয়েছিল এবং তারপর ফাঁসি দেওয়া হয়েছিল।

পদত্যাগের কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। রাজনাথ জি উরি-পুলওয়ামার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আজ তিনি প্রতিরক্ষামন্ত্রী। অমিত শাহের সময়ে মণিপুর জ্বলছে, দিল্লির দাঙ্গা হয়েছে, পহেলগাওঁয়ের মত ঘটনা ঘটেছে এবং আজও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কেন? দেশ জানতে চায়।

'আমরা সরকারের পাশে আছি'

কংগ্রেস সাংসদ বলেন, যখন পহেলগাঁও হামলা হয়েছিল, তখন সবাই ঐক্যবদ্ধ ছিল। যদি আবারও এমন ঘটনা ঘটে, তাহলে আমরা আবারও একসাথে দাঁড়াব। যদি দেশে আক্রমণ হয়, তাহলে আমরা সবাই সরকারের পাশে দাঁড়াব। সেনাবাহিনী অপারেশন সিন্দুরে সাহসিকতার সাথে লড়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী এর জন্য কৃতিত্ব চান। ঠিক আছে, কৃতিত্ব নিন। সেনাবাহিনীর সাহসিকতাকে স্যালুট করে তিনি বলেন,পহেলগাঁওয়ে হামলা কীভাবে হয়েছিল, কেন হয়েছিল? এই প্রশ্নটির উত্তর এখনও অধরা রয়ে গিয়েছে।

আরও পড়ুন- ['দিদি বাংলাদেশিদের ঢোকাচ্ছেন বলে অভিযোগ তোলেন, বর্ডার দিয়ে জঙ্গি ঢোকাচ্ছেন কেন?' কেন্দ্রকে তোপ সায়নীর]

Priyanka Gandhi OPERATION SINDOOR