Rajnath Singh: 'চোখে চোখ রাখলে পরিণাম হবে ভয়ঙ্কর', আত্মনির্ভর ভারতের হয়ে সুর চড়ালেন রাজনাথ সিং

Rajnath Singh On Operation Sindoor: আজকের ভারত সক্ষম এবং আত্মনির্ভর, কোনও চাপের কাছে মাথা নত করবে না। সংসদে গর্জে উঠলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Rajnath Singh On Operation Sindoor: আজকের ভারত সক্ষম এবং আত্মনির্ভর, কোনও চাপের কাছে মাথা নত করবে না। সংসদে গর্জে উঠলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
operation sindoor news, operation sindoor live, india pakistan news, pahalgam terror attack,jaish-e-mohammed,jaish chief masood azhar,india pakistan news,india pakistan war,india pakistan news latest,india news,india attacks pakistan,operation sindoor,operation sindoor india,lashkar e taiba,muridke,bahawalpur,pm modi,pm modi on operation sindoor,operation sindoor news,operation sindoor press release,operation sindoor pakistan response,india pakistan news live,অপারেশন সিঁদুর,ভারত পাকিস্তান উত্তেজনা,রাজনাথ সিং

operation sindoor news: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Rajnath Singh On Operation Sindoor: আজকের ভারত সক্ষম এবং আত্মনির্ভর, কোনও চাপের কাছে মাথা নত করবে না। সংসদে গর্জে উঠলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

Advertisment

দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে অপারেশন সিন্দুর সম্পর্কে বিরোধীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে কীভাবে উপযুক্ত জবাব দেওয়া হয়েছিল সে বিষয়ে বিশদে উল্লেখ করেন তিনি।

সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিনে, অপারেশন সিঁদুর রাজ্যসভা উত্তাল হওয়ার সম্ভাবনা

Advertisment

রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্দুর অভিযানের আগে আমাদের সেনাবাহিনী প্রতিটি দিক যথাযথ বিশ্লেষণ করেছিল। আমাদের কাছে অনেক বিকল্প ছিল কিন্তু আমরা সেই বিকল্পগুলি বেছে নিয়েছিলাম যার মাধ্যমে সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে পুরোপুরি ধ্বংস করা যায়, এবং যাকে পাকিস্তানের সাধারণ মানুষের কোন ক্ষতি না হয়। পহেলগাঁওয়ের জবাবে সেনাবাহিনী যে অপারেশন সিন্দুর চালায় তাতে ৯টি সন্ত্রাসবাদী আস্তানা নির্ভুলভাবে ধ্বংস করা হয়েছিল, যেখানে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়। সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। তিনি আরও বলেন, সেনাবাহিনী সেই সমস্ত ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যেগুলি পাকিস্তানের প্রত্যক্ষ মদতে চলত। এই পুরো অভিযানটি মাত্র ২২ মিনিটের মধ্যে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা জঙ্গিদের বাড়িতে ঢুকে তাদের টার্গেট করে মেরেছি।

রাজনাথ সিং তাঁর ভাষণে জোর দিয়ে বলেন যে কোনও চাপের মুখে 'অপারেশন সিন্দুর' বন্ধ করা হয়নি। তিনি কারও নাম উল্লেখ না করলেও স্পষ্ট করে বলেন যে যুদ্ধবিরতি পাকিস্তানের নির্দেশে করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতে, তিন সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং লক্ষ্যবস্তু বেছে নিতেও বলা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভাষণে আরও স্পষ্ট করে বলেন যে অপারেশন সিন্দুর কেবল স্থগিত করা হয়েছে এবং যে কোন সময় তা ফের চালু করা যেতেই পারে। পাকিস্তান যদি কোনও দুঃসাহসিক কাজ করে, তাহলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। রাহুল গান্ধীর নাম না করে রাজনাথ সিং আরও বলেন যে, তিনি জিজ্ঞাসা করেননি যে শত্রুপক্ষের কত বিমান ভূপাতিত করা হয়েছে, যদি তিনি প্রশ্ন করতে চান, তাহলে তাঁর জিজ্ঞাসা করা উচিত ছিল যে ভারত সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছে কিনা, তাহলে উত্তর হল হ্যাঁ, ভারত তা করে দেখিয়েছে।

'পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল' , Operation Sindoor নিয়ে সংসদে ভাষণে উল্লেখ মোদীর

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 'আমি বিরোধী দলের সহকর্মীদের বলতে চাই যে, যদি আপনারা জিজ্ঞাসা করতে চান, অপারেশন সিঁদুর সফল হয়েছে কিনা, তাহলে উত্তর হ্যাঁ। যদি আপনারা এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চান যে, যেসব জঙ্গিরা দেশের মা- বোনদের সিঁদুর মুছে দিয়েছে, আমরা তাদের মাথাদের শেষ করেছি কিনা, তাহলে উত্তর হ্যাঁ। যদি আপনারা জিজ্ঞাসা করতে চান, আমাদের সেনা বাহিনীর এই অভিযানে কোন ক্ষতি হয়েছে কিনা, তাহলে উত্তর না। তিনি বলেন, লক্ষ্য যখন বড় হয়, তখন ছোট ছোট বিষয়গুলো বিবেচনা করা উচিত নয়। রাজনাথ সিং পাকিস্তানকে নিশানা করে বলেন, যে দেশের গণতন্ত্রের বিন্দুমাত্রও অস্তিত্ব নেই, তার সাথে কথা বলা যায় না, গুলির শব্দে কথোপকথনের শব্দ হারিয়ে যায়। এরপর রাজনাথ সিং স্পষ্ট ভাষায় বলেন, ভারত এখন সুদর্শন চক্র তুলে নিয়েছে, আর চুপ থাকবে না।

আজকের ভারত একই সাথে সক্ষম এবং আত্মনির্ভরশীল - রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী আত্মনির্ভর ভারত সম্পর্কেও বিস্তারিত বক্তব্য রাখেন। তাঁর পক্ষ থেকে জোর দিয়ে বলা হয় যে আজকের ভারত সক্ষম এবং আত্মনির্ভরশীল। যদি কেউ আমাদের নাগরিকদের হত্যা করে, ভারত চুপ করে থাকবে না। আমরা সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূল করতে চাই।প্রতিরক্ষামন্ত্রী লোকসভায় বলেন যে আমরা একটি নতুন লক্ষণরেখা তৈরি করেছি, ভারত এখন কোনও চাপের কাছে মাথা নত করবে না। অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা যা করেছি তা অনেক আগেই করা উচিত ছিল। আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করেছে, তাতে কখনও কোনও আপস করা হবে না।

'কেউ কি পদত্যাগ করেছেন? হামলার দায় নিয়েছেন'? সংসদে 'ঝড়' তুললেন প্রিয়াঙ্কা গান্ধী

rajnath singh OPERATION SINDOOR