Durga Puja 2025: দুর্গোৎসবে নারী সুরক্ষার বার্তা, শিল্পনগরীর বিগ বাজেটের এই পুজোর থিম “চাই না হতে উমা”

Women empowerment: দুর্গাপুজোর থিমে নারী সুরক্ষা ও নারী নির্যাতন বিরোধী বার্তা। বিগ বাজেটের এই পুজো শুরু থেকেই দারুণ চর্চায়।

Women empowerment: দুর্গাপুজোর থিমে নারী সুরক্ষা ও নারী নির্যাতন বিরোধী বার্তা। বিগ বাজেটের এই পুজো শুরু থেকেই দারুণ চর্চায়।

author-image
Debanjana Maity
New Update
Haldia Khudiram Smriti Sangha  ,Chai Na Hote Uma theme  ,Durga Puja 2025,  Women empowerment,  Women safety,  Anti women harassment message,  Theme puja Haldia , Basudebpur Puja  ,Arman Bhola  ,Big budget puja,হলদিয়া ক্ষুদিরাম স্মৃতি সংঘ,  চাই না হতে উমা থিম,  দুর্গাপুজো ২০২৫,  নারী স্বাধীনতা  ,নারী সুরক্ষা,  নারী নির্যাতন বিরোধী বার্তা,  থিম পুজো হলদিয়া,  বাসুদেবপুর পুজো,  আরমান ভোলা  ,বিগ বাজেট পুজো

Durga Puja 2025: শিল্প শহরের বিগ বাজেটের এই পুজো দারুণ চর্চায়!

Theme puja: এবারের দুর্গোৎসবে বিশেষ বার্তা দিতে চলেছে হলদিয়ার বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ। তাদের ৩৭তম দুর্গোৎসবের থিম “চাই না হতে উমা”। নারী স্বাধীনতা ও নিরাপত্তার সুরক্ষাকে সামনে রেখেই এই থিম বেছে নিয়েছে পুজো কমিটি।

Advertisment

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে প্রতিনিয়ত ঘটে চলা নারী হেনস্থা, নির্যাতন, ধর্ষণ, খুন ও সহিংসতার মতো ঘটনার প্রতিবাদে এই থিম নেওয়া হয়েছে। মণ্ডপসজ্জা থেকে প্রতিমা— সবেতেই ফুটিয়ে তোলা হচ্ছে নারীদের দৈনন্দিন জীবনের লড়াই ও তাঁদের আর্তনাদের ছবি। একইসঙ্গে দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নারী সুরক্ষার বার্তা।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ৭৫তম জন্মদিনে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর! নয়া উদ্যোগে উপকৃত হবেন কোটি কোটি মহিলা

Advertisment

হলদিয়া শিল্প শহরে প্রতিবছরই অভিনবত্বের ছাপ রাখে এই ক্লাব। জেলার সেরা পুজোর তালিকায় নিয়মিত নাম ওঠে ক্ষুদিরাম স্মৃতি সংঘের। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চলছে জোরকদমে প্রস্তুতি।

আরও পড়ুন-Adulterated turmeric: ভেজাল হলুদের রমরমা কারবারের পর্দাফাঁস! নামী ব্র্যান্ডের মোড়কে 'বিষ' ছেয়েছে বাজারে?

ক্লাবের সম্পাদক আরমান ভোলা বলেন, “আমরা নারীদের মা, দিদি, বোন মনে করি। অথচ সমাজে অনেক ক্ষেত্রেই তাঁদের ভোগের পাত্র হিসাবে দেখা হয়। তাহলে মাকে পুজো করে লাভ কী? তাই এবছর আমরা ‘চাই না হতে উমা’ থিমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ছোট থেকে ছেলেদের বোঝাতে হবে নারীদের সম্মান করতে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

আরও পড়ুন-Headmaster assaulted: ফের স্কুলে 'গুণ্ডাগিরি' তৃণমূল নেতার! ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড়-ধাক্কা, মারধর

জানা গিয়েছে, রথযাত্রার পূণ্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে মণ্ডপসজ্জার কাজ শুরু হয়েছে। এবছর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা, প্রতিবছরের মতো এবছরও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে, বরং এবার ভিড় আরও বাড়বে।

Bengali News Today Haldia Durga Puja 2025