/indian-express-bangla/media/media_files/2025/09/17/puja-2025-09-17-14-43-46.jpg)
Durga Puja 2025: শিল্প শহরের বিগ বাজেটের এই পুজো দারুণ চর্চায়!
Theme puja: এবারের দুর্গোৎসবে বিশেষ বার্তা দিতে চলেছে হলদিয়ার বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ। তাদের ৩৭তম দুর্গোৎসবের থিম “চাই না হতে উমা”। নারী স্বাধীনতা ও নিরাপত্তার সুরক্ষাকে সামনে রেখেই এই থিম বেছে নিয়েছে পুজো কমিটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে প্রতিনিয়ত ঘটে চলা নারী হেনস্থা, নির্যাতন, ধর্ষণ, খুন ও সহিংসতার মতো ঘটনার প্রতিবাদে এই থিম নেওয়া হয়েছে। মণ্ডপসজ্জা থেকে প্রতিমা— সবেতেই ফুটিয়ে তোলা হচ্ছে নারীদের দৈনন্দিন জীবনের লড়াই ও তাঁদের আর্তনাদের ছবি। একইসঙ্গে দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নারী সুরক্ষার বার্তা।
হলদিয়া শিল্প শহরে প্রতিবছরই অভিনবত্বের ছাপ রাখে এই ক্লাব। জেলার সেরা পুজোর তালিকায় নিয়মিত নাম ওঠে ক্ষুদিরাম স্মৃতি সংঘের। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চলছে জোরকদমে প্রস্তুতি।
ক্লাবের সম্পাদক আরমান ভোলা বলেন, “আমরা নারীদের মা, দিদি, বোন মনে করি। অথচ সমাজে অনেক ক্ষেত্রেই তাঁদের ভোগের পাত্র হিসাবে দেখা হয়। তাহলে মাকে পুজো করে লাভ কী? তাই এবছর আমরা ‘চাই না হতে উমা’ থিমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ছোট থেকে ছেলেদের বোঝাতে হবে নারীদের সম্মান করতে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
জানা গিয়েছে, রথযাত্রার পূণ্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে মণ্ডপসজ্জার কাজ শুরু হয়েছে। এবছর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা, প্রতিবছরের মতো এবছরও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে, বরং এবার ভিড় আরও বাড়বে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us