West Bengal News Updates: নকল থানার জাল নয়ডা থেকে কলকাতায়? প্রাক্তন তৃণমূল নেতার কুকীর্তিতে এবার শহরে জোরালো তল্লাশি

West Bengal News Updates 17 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 17 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News updates: নয়ডার পর কলকাতাতেও নকল থানা কান্ডে তল্লাশি নয়ডা পুলিশের। প্রবাসী ভারতীয়দের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। এদিন বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর ভাএয়া নেওয়া বাড়ির তালা ভাঙা নিয়ে সংঘাতে জড়ায় বেলেঘাটা বনাম নয়ডা থানার পুলিশ। তালা ভাঙতে আদালতের অনুমতি নিয়ে আসার পক্ষে সওয়াল বেলেঘাটা পুলিশের। নয়ডা পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ বেলেঘাটা থানার পুলিশের বিরুদ্ধে। 'ভুয়ো থানার' তদন্তে চাবি না পাওয়ায় বিষয়টি ওঠে  আদালতে। শিয়ালদহ আদালত স্পষ্ট জানিয়েছে, বিভাস অধিকারীর ভুয়ো অফিসের তালা ভাঙার জন্য আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, নিজস্বভাবে ভিডিওগ্রাফি করে তালা ভেঙে তল্লাশি চালানো যেতে পারে। তবে বেলেঘাটা থানার পুলিশের বিরুদ্ধে নয়ডা পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগ। পরে আদালতের নির্দেশমতো নয়ডা পুলিশ তালা ভাঙার কাজ শুরু করেছে। প্রসঙ্গত, ভুয়ো থানা খোলার অভিযোগে বিভাস অধিকারীকে নয়ডা থানা গ্রেফতার করেছে। তার সঙ্গে তার ছেলে ও আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisment

টিকিট বুকিংয়ের নিয়মে বিরাট বদল, আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তো?

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর তীব্র সংঘর্ষ। জানা গিয়েছে সামসেরগঞ্জের নিমতিতায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হওয়ায় জন্মদিনের উদযাপন ভেস্তে যায়।একদিকে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় হালদার, গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী অশান্ত হালদার, এবং অন্যদিকে ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক প্রবীর সাহা ও সামসেরগঞ্জের তিন নম্বর মণ্ডল সভাপতি সুজন দাস। দুই পক্ষের মধ্যে গন্ডগোলের এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপির এক গোষ্ঠী অভিযোগ করেছে, তাদের নিজস্ব এলাকায় অনুষ্ঠান আয়োজনের পরও তাদেরকে কোনরূপ তথ্য জানানো হয়নি। এই কোন্দল প্রকাশ্যে আসার পর সামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক হইচই সৃষ্টি হয়।

Advertisment

Narendra Modi Birthday: ৭৫-এও অপ্রতিরোধ্য মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলি-তারকারা

বিশ্বকর্মা পুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা। চিনা মাঞ্জার বলি প্রাক্তন সেনা কর্মীর। বর্তনামে তিনি বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দহে। জানা গিয়েছে মৃতের নাম গৌতম ঘোষ। প্রতিদিনের মত কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাইকে করে যাওয়ার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

Adhir Chowdhury :'প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে যেভাবে সখ্যতা গড়েছিলেন, উল্টোদিক থেকে তেমন সাড়া দেখছি না', মন্তব্য অধীরের

৭৫তম জন্মদিনে মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া এই তৎপরতায় নিখরচায় ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাবেন কোটি-কোটি মহিলা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মধ্যপ্রদেশে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরের ঘোষণা প্রধানমন্ত্রীর। তিনি জানিয়েছেন, দেশজুড়ে আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু হবে।

সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই মহিলাদের নিখরচায় চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমি চাই আপনারা সকল বোন এবং মায়েদের এই মেডিকেল ক্যাম্পগুলিতে যান এবং পরীক্ষা করান। একজন পুত্র এবং ভাই হিসেবে, আমি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করতে পারি। পরীক্ষা এবং ওষুধের জন্য আপনাদের কোনও টাকা দিতে হবে না। কোনও ফি লাগবে না।”

আরও পড়ুন- Adulterated turmeric: ভেজাল হলুদের রমরমা কারবারের পর্দাফাঁস! নামী ব্র্যান্ডের মোড়কে 'বিষ' ছেয়েছে বাজারে?

বিশ্বকর্মা পুজোর সকালে আবারও মেট্রোয় বিভ্রাট। এক ঘন্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সল্টলেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। জানা গিয়েছে, লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবায় সাময়িক ব্যাঘাত ঘটেছে। এদিন সকাল ১১ টার পরে গ্রিন লাইনে এই ত্রুটি ধরা পড়ে। বিষয়টি নজরে আসতেই পরিষেবা বন্ধ রাখেন কর্তৃপক্ষ। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বিশ্বকর্মা পুজোয় পথে অন্যান্য যানবাহন কম থাকার কারণে মেট্রোয় ভরসা রেখেছিলেন যাত্রীরা। স্বভাবতই পরিষেবার ব্যাঘাতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

আরও পড়ুন- Durga Puja 2025: কৃষ্ণনগর রায়বাড়ির ২৭৫ বছরের দুর্গোৎসব: আজও গৃহবধূদের নামেই শুরু হয় সংকল্প

অন্যদিকে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে অভিষেক এদিন লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।"

আরও পড়ুন- Headmaster assaulted: ফের স্কুলে 'গুণ্ডাগিরি' তৃণমূল নেতার! ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড়-ধাক্কা, মারধর

  • Sep 17, 2025 14:13 IST

    Kolkata News Live Updates:ফের স্কুলে 'গুণ্ডাগিরি' তৃণমূল নেতার!

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বার করে দেওয়ার অভিযোগে উঠলো বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। বিদ্যালয়ের দেওয়া CCTV ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছেন স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।  

    বিস্তারিত পড়ুন-Headmaster assaulted: ফের স্কুলে 'গুণ্ডাগিরি' তৃণমূল নেতার! ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড়-ধাক্কা, মারধর



  • Sep 17, 2025 14:11 IST

    Kolkata News Live Updates:লক্ষ-লক্ষ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা!

    এবার শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশেরর অসংখ্য প্রাথমিক শিক্ষক বর্তমানে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ২০১০ সালের ২৩ আগস্টের NCTE নোটিফিকেশনের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে বহু শিক্ষক-শিক্ষিকা, যাঁরা দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে শিক্ষাদানের কাজ করে আসছেন, তাঁদের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Primary teachers: এবার লক্ষ-লক্ষ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়েও ঘোর অনিশ্চয়তা! সরকারের হস্তক্ষেপ দাবি



  • Sep 17, 2025 14:10 IST

    Kolkata News Live Updates:পুজোর আগেই বেতন

    এবছর দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, আগামী ২৪ এবং ২৫ তারিখ সেপ্টেম্বর মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মীরা মাস শেষের আগেই সেপ্টেম্বরের বেতন পেয়ে যাবেন। তবে সরকারি কর্মচারীদের বেতন আগেভাগে দেওয়া হলেও সরকারি কর্মচারীদের পেনশন কিন্তু মিলবে আগামী ১ অক্টোবর। আগামী ২৬ সেপ্টেম্বর থেকেই দুর্গাপুজোর ছুটি পড়ে যাচ্ছে। সেই কারণেই সেপ্টেম্বর মাসের বেতনও আগে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।



  • Sep 17, 2025 14:09 IST

    Kolkata News Live Updates:ভেজাল হলুদের রমরমা কারবারের পর্দাফাঁস!

    মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়কের পাশে থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, মসলা, লঙ্কা গুঁড়ো বাজেয়াপ্ত করল সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। যদিও পলাতক হলুদ মিল মালিক শামীম শেখ। 

    বিস্তারিত পড়ুন- Adulterated turmeric: ভেজাল হলুদের রমরমা কারবারের পর্দাফাঁস! নামী ব্র্যান্ডের মোড়কে 'বিষ' ছেয়েছে বাজারে?



  • Sep 17, 2025 12:06 IST

    Kolkata News Live Updates:২টি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৫

    দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত পাঁচ বাইক আরোহী। তাদের  মধ্যে আশঙ্কাজনক অবস্থা দু'জনের। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন রোড ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। জখম অবস্থায় উদ্ধার করে পাঁচজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচন্ড গতিতে বাইক চালিয়ে যাওয়ার পথেই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকে মোট পাঁচজন আরোহী ছিলেন বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 



  • Sep 17, 2025 10:47 IST

    Kolkata News Live Updates:নোয়া পরেই SSC পরীক্ষা গৃহবধূর

    পূর্ব বর্ধমানের কালনার একটি স্কুলে গত রবিবার SSC-এর একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই বিতর্ক তৈরি হয়। অভিযোগ, এক চাকরিপ্রার্থী গৃহবধূকে তাঁর হাতের নোয়াটি খুলে রেখে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বলেছিলেন দায়িত্বপ্রাপ্ত এক বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী। এরপরেই ওই সদ্য বিবাহিতা ওই তরুণীর সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় ওই নিরাপত্তাকর্মীর। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকেও তীব্র প্রতিবাদ ওঠে।

    বিস্তারিত পড়ুন- SSC exam:নোয়া পরেই SSC পরীক্ষা গৃহবধূর, বিতর্ক বাড়তেই স্পষ্ট করল পুলিশ



  • Sep 17, 2025 10:46 IST

    Kolkata News Live Updates: অতি ভারী বৃষ্টির সতর্কতা

    চলতি সপ্তাহের প্রথম দু'দিন অর্থাৎ সোম ও মঙ্গলবারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। পুজোর মুখেই এই বৃষ্টি স্বাভাবিকভাবেই মন খারাপ করেছে উৎসবপ্রেমী বাঙালির। আজ বুধবার বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিনেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাদ যাবে না উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টির সতর্কতা আজ উত্তরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? দুর্গাপুজোর ঠিক আগে এই দুর্যোগ চলবে আরও কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather Today: বিশ্বকর্মা পুজোয় অতি ভারী বৃষ্টির সতর্কতা, পুজোর মুখে একটানা চলবে দুর্যোগ?



modi Bengali News Today viswakarma puja