/indian-express-bangla/media/media_files/2025/09/17/turmeric-2025-09-17-13-49-36.jpg)
Murshidabad news: সূত্রের খবরে ভেজাল মশলা তৈরির মিলে হানা পুলিশের।
Adulterated turmeric-Fake spices: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়কের পাশে থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, মসলা, লঙ্কা গুঁড়ো বাজেয়াপ্ত করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সম্পূর্ণ বেআইনি এই কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। যদিও এখনও পলাতক রয়েছে হলুদ মিলের মালিক শামীম শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা নুর মহম্মদ কলেজ সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হলুদ মিলে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে চলে অভিযান। সেখানে নকল হলুদ তৈরি হচ্ছিল বলে খবর পেয়েই অভিযান চালিয়েছিল পুলিশ।
পুলিশ সূত্রের আরও দাবি, দীর্ঘদিন ধরেই শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে এই কারবার চালাচ্ছিল। ভেজাল হলুদ, লঙ্কা গুঁড়ো, মশলা তৈরির খবর পেয়ে মঙ্গলবার রাতে হঠাৎ হানা দিয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নকল হলুদ, লঙ্কা গুঁড়ো সহ আরও নকল হলুদ তৈরির সামগ্রী।
হলুদ মিল মালিক শামীম সেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর ভেজাল হলুদ তৈরির জন্য ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। হলুদ মিলটি সিল করে দেয় পুলিশ। ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এই নকল হলুদ কোথায় পাঠানো হতো বা কারা এগুলি কিনত সেব্যাপারেও ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালাবে পুলিশ। সেই সঙ্গে পলাতক মিল মালিকের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুন-Body recovery:২০ দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর পচাগলা দেহ উদ্ধার, অপহরণ করে খুন? কে গ্রেফতার জানেন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us