Headmaster assaulted: ফের স্কুলে 'গুণ্ডাগিরি' তৃণমূল নেতার! ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড়-ধাক্কা, মারধর

South 24 Parganas: স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষকের উপর চড়াও হয়েছিলেন ওই তৃণমূল নেতা। তিনি স্কুলের পরিচালন সমিতির সভাপতিও বটে।

South 24 Parganas: স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষকের উপর চড়াও হয়েছিলেন ওই তৃণমূল নেতা। তিনি স্কুলের পরিচালন সমিতির সভাপতিও বটে।

author-image
Mina Mondal
New Update
School hooliganism  ,Trinamool leader,  Headmaster assaulted,  Incident before students , Teacher manhandled,  School violence  ,West Bengal education controversy  ,Teacher safety  ,Trinamool controversy,  School unrest,স্কুলে গুণ্ডাগিরি,  তৃণমূল নেতা  ,প্রধান শিক্ষক মারধর,  ছাত্রছাত্রীদের সামনে ঘটনা,  ঘাড় ধাক্কা শিক্ষক  ,স্কুল হিংসা  ,পশ্চিমবঙ্গ শিক্ষা বিতর্ক  ,শিক্ষক নিরাপত্তা  ,তৃণমূল বিতর্ক,  বিদ্যালয় অশান্তি

Headmaster assaulted: সাদা জমা পরা প্রধান শিক্ষককে ধাওয়া লাল টি-শার্ট পরা তৃণমূল নেতার। কখনও থাপ্পড় মারছেন, কখনও প্রধান শিক্ষককে ঘাড়-ধাক্কা দিচ্ছেন তৃণমূল নেতা। CCTV ফুটেজ থেকে নেওয়া ছবি।

Headmaster assaulted:বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বার করে দেওয়ার অভিযোগে উঠলো বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। বিদ্যালয়ের দেওয়া CCTV ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছেন স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।  

Advertisment

এই ঘটনার জেরে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষক। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ, "বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই হঠাৎ করে বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে দিতে বলেন। সেই কাগজটিতে সই না করায় আমাকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সামনেই ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বিদ্যালয় থেকে বের করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়।"

আরও পড়ুন- Primary teachers: এবার লক্ষ-লক্ষ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়েও ঘোর অনিশ্চয়তা! সরকারের হস্তক্ষেপ দাবি

Advertisment

আতঙ্কিত ওই শিক্ষক আরও বলেন, "এর আগেও কয়েকবার ত্রিদিব বারুই অন্যায্য কিছু দাবি করেছিলেন। আমি না মানায় আমাকেও হুমকি পর্যন্ত দিয়েছিলেন।" এদিকে, অন্যান্য শিক্ষক-ছাত্রছাত্রীদের সামনে এভাবে ঘাড়-ধাক্কা খেয়ে রীতিমতো অস্বস্তি-আতঙ্কিত হয়ে পড়েছেন ওই শিক্ষক। মৃণাল কান্তি পাল নামে কাকদ্বীপের স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: ফের মেট্রোয় বিভ্রাট! বিশ্বকর্মা পুজোর সকালে নিদারুণ ভোগান্তিতে যাত্রীরা

সেই কারণে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এখনও বিষয়টি জানানো সম্ভব হয়নি জানিয়েছেন ওই শিক্ষক। তবে হাসপাতাল থেকে বেরিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। যদিও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা ত্রিদিব বারুই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকেই মারধর করেছেন। আমি একটি অভিযোগ নিয়ে স্কুলে গিয়েছিলাম।"

আরও পড়ুন-Body recovery:২০ দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর পচাগলা দেহ উদ্ধার, অপহরণ করে খুন? কে গ্রেফতার জানেন?

South 24 Pgs crime Bengali News Today tmc