/indian-express-bangla/media/media_files/2025/10/14/mamata-2025-10-14-16-11-19.jpg)
Mamata Banerjee: মিরিকে দুর্যোগ বিধ্বসস্তদের সঙ্গে কথা ও সরকারি শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee-relief work:দুর্গাপুজোর মিটতেই নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা ঝড়-বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এবার দ্বিতীয় দফার উত্তরবঙ্গ সফরে আবারও ত্রাণ ও পুনর্বাসন কাজের তদারকিতে রয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার তিনি যান দুর্যোগ বিধ্বস্ত সুখিয়াপোখরি অঞ্চলে। সেখানে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়া একটি বাড়িতে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাদের হাতে ত্রাণ সহায়তা তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা।
এর আগে সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ডুয়ার্স ও আলিপুরদুয়ারের নাগরাকাটা এলাকায়। নাগরাকাটার প্রত্যন্ত বামনডাঙা গ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং মৃতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করেন।
আরও পড়ুন-Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে
মিরিকের সুখিয়াপোখরি-সহ প্রত্যন্ত বেশ কিছু পাহাড়ি গ্রাম এখনও বিপর্যস্ত। অনেক গ্রামেই ভূমিধস ও বৃষ্টিতে ঘরবাড়ি ভেসে গিয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় মুখ্যমন্ত্রী সব এলাকায় যেতে পারেননি। ক্ষতিগ্রস্তদের আপাতত নিরাপদ জায়গায় সরিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। সরকার সেখানে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেছে।
আরও পড়ুন-political tension: খুন হয়ে যাওয়ার আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী! দলেরই একাংশকে নিশানা
আজ মুখ্যমন্ত্রী মিরিক অঞ্চলের একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করেন। আগামীকাল তিনি দার্জিলিংয়ে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠকে আগামী দিনের ত্রাণ বন্টন ও পুনর্গঠন কাজ কীভাবে এগিয়ে নেওয়া হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছবেন, সেখান থেকে শুক্রবার কলকাতায় ফিরবেন। কলকাতায় ফিরে একাধিক কালীপুজো উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।