হরিয়ানা পুলিশের এক পদস্থ কর্তার আত্মহত্যা, চাঞ্চল্যকর কাণ্ডে রহস্য বাড়ছে

Haryana Police: হরিয়ানার রোহতকে পুলিশ সহকারী উপ-পরিদর্শক সন্দীপ আত্মহত্যা করেছেন। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই ঘটনা ওয়াই পুরণ কুমারের মৃত্যুর বিতর্কের প্রেক্ষাপটে ঘটেছে।

Haryana Police: হরিয়ানার রোহতকে পুলিশ সহকারী উপ-পরিদর্শক সন্দীপ আত্মহত্যা করেছেন। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই ঘটনা ওয়াই পুরণ কুমারের মৃত্যুর বিতর্কের প্রেক্ষাপটে ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tripura special task force illegal immigrants  ,STF identify deport Bangladeshi Rohingya Tripura  ,West Tripura police STF deportation drive,  MHA directive border security Tripura  ,Debasish Saha STF Tripura identity process,ত্রিপুরা বিশেষ টাস্ক ফোর্স  ,অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা শনাক্ত  ,ত্রিপুরা পুলিশ এসটিএফ,  জৈবমেট্রিক ডেটা আপলোড বিদেশি পরিচালনা  ,দেপস প্রতিরোধ ত্রিপুরা

প্রতীকী ছবি।

Rohtak police incident:হরিয়ানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক শনি‌বার রাতে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সিনিয়র এক পুলিশ কর্তা। ওই পুলিশকর্তা জানান, "সন্দীপ নামের ওই পুলিশ আধিকারিক নিজেই নিজেকে গুলি করেছেন।" তাঁর পুরো নাম এখনও জানা যায়নি।

Advertisment

এই ঘটনায় আত্মহত্যার কারণ এবং কোনও সুইসাইড নোট থাকার বিষয়ে পুলিশ তা যাচাই করছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা এটি পরীক্ষা করছি। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।"

আরও পড়ুন- West Bengal news Live Updates:আপাতত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, অর্জুন সিংকে রক্ষাকবচ হাইকোর্টের

Advertisment

সন্দীপের আত্মহত্যার খবর আসে এমন এক সময়ে, যখন সিনিয়র পুলিশ কর্মকর্তা ওয়াই পুরণ কুমার-এর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক চলছে। কুমারকে গত ৭ অক্টোবর তাঁর চণ্ডীগড়ের বাড়িতে গুলি করে মারা যাওয়া অবস্থায় পাওয়া যায়। ওই পুলিশ আধিকারিকের বয়স ছিল ৫২ বছর। সম্প্রতি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), সুনারিয়ায় ইন্সপেক্টর জেনারেল হিসেবে পদোন্নতি হয় তাঁর। 

আরও পড়ুন- YouTuber Arrest: সোশ্যাল মিডিয়া ভিডিও-র অজুহাতে নাবালিকাকে ধর্ষণ, ইউটিউবার বাবা-সহ ছেলে গ্রেফতার

এদিকে, সন্দীপের মৃত্যু সম্পর্কে পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। পুলিশকে আশঙ্কা করা হচ্ছে যে ব্যক্তিগত বা পেশাগত চাপের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

এই ঘটনায় রোহতক জেলায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং সহকর্মীরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পুলিশ আধিকারিকরা আশা করছেন যে তদন্ত শেষ হলে আত্মহত্যার প্রকৃত কারণ প্রকাশ পাবে।

আরও পড়ুন-political tension: খুন হয়ে যাওয়ার আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী! দলেরই একাংশকে নিশানা

তদন্তকারীরা বলছেন, এই ধরনের ঘটনার পেছনে থাকা চাপ, মানসিক স্বাস্থ্যের সমস্যা বা পেশাগত অশান্তি সবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। রোহতক জেলা পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Suicide police haryana