SCO Summit:ট্রাম্পকে চাপে ফেলতে 'মাস্টারপ্ল্যান'! মোদী-পুতিনকে পাশে নিয়েই বড় ঘোষণা চিনের প্রেসিডেন্টের

Xi Jinping SCO Summit: এসসিও সামিটে একাধিক শীর্ষ দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে নিয়েই বড় ঘোষণা করে দিলেন চিনের প্রেসিডেন্ট।

Xi Jinping SCO Summit: এসসিও সামিটে একাধিক শীর্ষ দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে নিয়েই বড় ঘোষণা করে দিলেন চিনের প্রেসিডেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Trump India trade, US India tariffs, Xi Jinping, Xi Jinping SCO Summit, Global Governance Initiative, SCO leaders’ summit, trade imbalance US India, Donald Trump trade criticism, India US business relations, US exports to India, India tariffs on US goods, Indian express,এসসিও সামিট,মোদী, পুতিন, ট্রাম্প, শি জিনপিং,চিন,রাশিয়া, ভারত,আমেরিকা

SCO Summit: তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাস লিডারস সম্মেলনে পুতিন, মোদী ও শি জিনপিং।

SCO Summit-Global Governance Initiative: তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাস লিডারস সম্মেলনে সোমবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন এক বিশ্বব্যবস্থার কাঠামো হিসেবে “Global Governance Initiative (GGI)” বা ‘আন্তর্জাতিক শাসন ব্যবস্থার উদ্যোগ’ ঘোষণা করেন। তিনি বিশ্বকে একটি ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ গ্লোবাল গভর্নেন্স সিস্টেমে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, “আমি গোটা বিশ্বকে নিয়ে একটি ‘কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।”

Advertisment

শি আন্তর্জাতিক শাসন ব্যবস্থার উদ্যোগের ভিত্তি হিসেবে পাঁচটি মৌলিক নীতি তুলে ধরেন, সেগুলি হল প্রথম সার্বভৌম সমতা অর্থাৎ যা আয়তন, শক্তি বা ধনসম্পত্তি যাই থাক, সব দেশই গ্লোবাল গভর্নেন্সে সমমত, সমাধিকার, সমভোগী হওয়া উচিত। দ্বিতীয়টি হল, আন্তর্জাতিক আইন শৃঙ্খলা যা (Rule of Law) যা রাষ্ট্রসংঘ শাসন–শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত নীতি মেনে চলা অত্যাবশ্যক, দ্বৈতমানদণ্ড বা কিছু দেশের নিয়ম অন্যকে চাপিয়ে দেওয়া ঠিক নয়। 

আরও পড়ুন- West Bengal News live updates:জীবনকৃষ্ণ সাহাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে? এবার ডাকাবুকো নেতাদের পরপর তলব?

Advertisment

তৃতীয় বহুপাক্ষিকতা (Multilateralism) – স্বৈরাচার বা একতরফা নীতি নয়, রাষ্ট্রসংঘের central ও অব্যাহত ভূমিকা থাকা উচিত, যা অংশগ্রহণমূলক, সমন্বিত ও সম্মিলিত সিদ্ধান্তে বিশ্বাস করে।

আরও পড়ুন-JU: বেনজির! মেয়ের স্মৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান মায়ের

চতুর্থ, মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি (People-centered Approach) – সাধারণ মানুষের কল্যাণ ও অংশগ্রহণই অন্যতম অগ্রধিকারা হওয়া উচিত। এবং সর্বশেষ ভিত্তিটি হল বাস্তব পদক্ষেপ (Real Actions) – অর্থাৎ শুধু কথায় নয়—বিশ্বশাসনে দৃশ্যমান ফল দিতে কার্যকর, সমন্বিত ও প্রয়োগক্ষম পদক্ষেপ প্রয়োজন।

এই GGI হলো শি-এর চতুর্থ আন্তর্জাতিক প্রক্ষেপণ, যার আগে তিনি Global Development Initiative (GDI), Global Security Initiative (GSI) এবং Global Civilization Initiative (GCI) ঘোষণা করেছিলেন। এই আলোচনার আগে SCO প্লাস সামিটে Xi-এর পাশে ছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।

আরও পড়ুন-Kolkata Weather Update:ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির জোরালো পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?

বিশ্লেষকদের মতে, এই গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের লক্ষ্য হলো বর্তমান আমেরিকার নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা থেকে একটি বিকল্প তৈরি করা, যেখানে অনামীকরণ বৃদ্ধির মাধ্যমে বিকাশমান দেশগুলোর কণ্ঠস্বর উচ্চারণ করা হবে। একইসঙ্গে এটি চীনের নেতৃত্বে একটি বহুপক্ষীয় বিশ্বব্যবস্থার সূচনা করতে পারে। 

সংক্ষিপ্তভাবে, শি-এর GGI-এর আবেদন হলো—সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনশৃঙ্খলা, বহুপাক্ষিকতা, জনগণকেন্দ্রিকতা এবং বাস্তব পদক্ষেপ—এই নীতিগুলির ভিত্তিতে একটি ন্যায়সংগত ও স্থায়ী বিশ্বশাসন গড়ে তোলা। SCO-র সদস্য রাষ্ট্রগুলির কাছে তিনি একটি নেতৃস্থানীয় উদাহরণ হতে চান যেটি বিশ্বের অস্থির পরিস্থিতিতে স্থায়িত্ব ও সমন্বয় প্রদান করবে।

china Vladimir Putin modi SCO